পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল - Twwet

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল । মুখ্যসচিব ও DGP-কে ডাকা সত্ত্বেও তাঁরা আসেননি সেই প্রসঙ্গের অবতারণা করে একটি টুইটও করেন তিনি ।

রাজ্যপাল
রাজ্যপাল

By

Published : Dec 16, 2019, 6:24 PM IST

Updated : Dec 16, 2019, 7:26 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : CAA-র জেরে রাজ্যে ঘটে চলা অশান্তি নিয়ে মুখ্যসচিব ও DGP-র কাছে রিপোর্ট চেয়ে পাননি রাজ্যপাল ৷ তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন ৷ এক টুইটবার্তায় নিজেই এই কথা জানিয়েছেন ৷ মুখ্যসচিব ও DGP-কে ডাকা সত্ত্বেও তাঁরা আসেননি ৷ সেই প্রসঙ্গের অবতারণা করে রাজ্যপালের টুইট, "রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে রাজভবনে আগামীকাল ডেকে পাঠিয়েছি ৷ তিনি নিজের সময়মতো আসবেন ৷ এখনও পর্যন্ত মুখ্যসচিব ও DGP-র তরফ থেকে কোনও উত্তর আমার কাছে আসেনি ৷ এটা তাঁদের কাছ থেকে প্রত্যাশা করিনি ৷ এটা দুর্ভাগ্যজনক ৷"

মুখ্যমন্ত্রীকে তিনি ডেকে পাঠিয়েছেন এই টুইটবার্তার প্রায় ঘণ্টা দুয়েক পর রাজ্যপাল আরও একটি টুইট করেন ৷ সেখানে তিনি জানান, সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী না কি তাঁকে চিঠি দিয়েছেন ৷ এনিয়ে লেখেন, "সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী আমাকে চিঠি লিখেছেন ৷ কিন্তু, আমার অফিস এখনও কোনও চিঠি পায়নি ৷ আমার অফিস এই চিঠি পেলে তা গ্রহণ করবে ও যথাযোগ্য বিবেচনা করবে ৷"

প্রসঙ্গত, শিক্ষা, স্বাস্থ্যসহ একাধিক ইশুতে এর আগে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড় ৷ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর সেই সংঘাত অন্যমাত্রা পায় ৷ CAA পাশ হওয়ার পর রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে, হিংসার ঘটনা ঘটে ৷ যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল ৷মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে অশান্তি দমনে সক্রিয় হওয়ার বার্তাও দেন ৷এরই মাঝে মুখ্যমন্ত্রীর দেওয়া বিজ্ঞাপন নিয়েও মুখ খোলেন ৷ বলেন, এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে ৷ এরপরই গতকাল রাজ্যপাল CAA নিয়ে মুখ্যসচিব ও DGP-র থেকে রিপোর্ট তলব করেন ৷ তাঁদের রাজভবনে ডেকে পাঠান ৷ কিন্তু, এই দুই আধিকারিক সাক্ষাৎ করেননি ৷ এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন তিনি ৷

Last Updated : Dec 16, 2019, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details