পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor C V Ananda Bose: কালিয়াগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, দিল্লি সফর কাটছাঁট করে রাজ্যে ফিরছেন বোস - কালিয়াগঞ্জের পরিস্থিতি

এক নাবালিকার মৃত্যুকে ঘিরে কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ৷ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আগুন ধরিয়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায় ৷ গোটা ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল ৷

Etv Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By

Published : Apr 25, 2023, 11:05 PM IST

কলকাতার, 25 এপ্রিল:এবার কালিয়াগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের । কালিয়াগঞ্জে যেভাবে এক নাবালিকার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি হয়েছে ও থানায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে তাতে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দিল্লি সফর কাটছাঁট করে তিনি রাজ্যে ফিরছেন বলে খবর ।

সূত্রের খবর, বর্তমানে রাজ্যের বাইরে থেকলেও সেখান থেকেই রাজ্যপাল কালিয়াগঞ্জের পরিস্থিতি নিয়ে রিপোর্ট-তলব করেছেন রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিব-এর কাছ থেকে । এদিন মালদার কালিয়চকেও এক নাবালিকার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ সেই ঘটনা প্রসঙ্গেও রাজ্যপাল রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছেন বলে সূত্রের খবর ৷

এক্ষেত্রে এই দুই জায়গার ঘটনা নিয়েই রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে । এই দুই এলাকায় অশান্তি দমনে রাজ্যের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন রাজ্যপাল । মঙ্গলবার নতুন করে কালিয়াগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সেই খবর দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও পৌঁছয় । খবর পেয়েই দিল্লি থেকে মুখ্যসচিব ও রাজ্যের ডিজিপি'র সঙ্গে ফোনে কথা বলেন তিনি । তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব কালিয়াগঞ্জ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেন তিনি ।

রাজ্যপাল সিভি আনন্দ বোস এক্ষেত্রে জানতে চান, কালিয়াগঞ্জে ঠিক কী ঘটেছিল, নাবালিকার মৃত্যুর কারণ কি, এই মামলা ও তদন্তের কী অগ্রগতি ঘটেছে, বর্তমানে এলাকার পরিস্থিতি কী । জানা গিয়েছে মঙ্গলবার ও বুধবার দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্যপালের । রাজ্যে এই ঘটনার খবর রাজ্যপালের কাছে পৌঁছনোর পর তিনি সেই সফরসূচি কাটছাঁট করে রাজ্যে ফিরে আসার সিদ্ধান্ত নেন ।

আরও পড়ুন: আদিবাসীদের বিক্ষোভে উত্তাল কালিয়াগঞ্জ, থানায় অগ্নিসংযোগ

মঙ্গলবার রাতেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা ৷ কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে আগামিকাল সকালে ফিরবেন তিনি । এদিকে মালদার কালিয়াচকের ঘটনা নিয়েও জেলা পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন । জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন এই ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট এবং কী কী পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে, সে সম্পর্কে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছেন ৷ জানা গিয়েছে, এই ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান । এদিন যখন মুখ্যসচিব এবং রাজ্যের ডিজির সঙ্গে তিনি কথা বলছিলেন, তখন এই বিষয় নিয়ে তাঁর উদ্বেগ জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ABOUT THE AUTHOR

...view details