পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয় : মমতা

সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমফান ও কোরোনা নিয়ে জানালেন একাধিক পদক্ষেপের কথা ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 24, 2020, 7:26 PM IST

Updated : Jun 25, 2020, 12:15 AM IST

কলকাতা, 24জুন : সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদেরসঙ্গে মুখোমুখি হয়ে আমফানের ত্রাণ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ের ৷ সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন,"আমফানেত্রাণ নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷" একইসঙ্গে কোরোনায় আক্রান্তদেরচিকিৎসা নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্যেরকোরোনা ও আমফান পরিস্থিতি নিয়ে বুধবার সর্বদলীয় বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷বৈঠকে সব দলেরই প্রতিনিধিরা ছিলেন ৷ সর্বদলীয় বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হনমুখ্যমন্ত্রী ৷ সাংবাদিক বৈঠকে আমফানের ত্রাণে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দেন তিনি৷ বলেন, "আমফানেদুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ মানুষ ক্ষমতা দিয়েছেন ৷ সেই ক্ষমতার অপব্যবহার করামেনে নেওয়া হবে না ৷" এর পরই তাঁর বার্তা, "কোনও গরিব মানুষ যেন বঞ্চনারশিকার না হয় ৷"

বৈঠকে আমফানের ত্রাণের জন্যক্ষতিগ্রস্তদের তালিকা যাঁরা তৈরি করছেন তাঁদের সজাগ থাকতে বলেন মমতা ৷ তিনি বলেন,"যাঁরাতালিকা তৈরি করছেন তাঁরা সজাগ থাকুন ৷ যাঁদের নাম বাদ গেছে তাঁদের নাম তালিকাভুক্তকরুন ৷ আমফানের ত্রাণ যেন সবাই পান সেদিকে নজর রাখতে হবে ৷ একইসঙ্গে নিশ্চিত করতেহবে যে,প্রকৃতক্ষতিগ্রস্তরাই যেন টাকা পান ৷" একইসঙ্গে আমফান মোকাবিলায় বিশেষ কমিটি গঠনকরা হবে বলে জানান তিনি ৷ শুধু তাই নয়,সেই কমিটিতে সব রাজনৈতিক দলেরপ্রতিনিধিরাই থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷

অন্যদিকেরাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানান মমতা ৷ তিনি জানান,আগের থেকে আরও বেশি মাত্রায় নমুনাপরীক্ষার উপর জোর দেওয়া হবে ৷ পাশাপাশি তিন কোটি মাস্কের অর্ডার দেওয়া হয়েছে বলেওজানান তিনি ৷ মমতা জানান,পুলিশথেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, ICDSকর্মী,দুস্থদের কাছে এই মাস্ক পৌঁছে দেওয়ারব্যবস্থা করা হবে ৷ কোরোনা চিকিৎসা নিয়েও সাংবাদিক বৈঠকে সরকারি ও বেসরকারিহাসপাতালকে সতর্ক করেন মমতা ৷ তিনি বলেন, "ভয় পেয়ে চিকিৎসা করবেন না ৷ কোনওরোগীকে হাসপাতাল থেকে ফেরত পাঠাবেন না ৷ আর যে রোগের কারণে রোগীর শারীরিক অবস্থাগুরুতর আগে সেই রোগেরই চিকিৎসায় প্রাধান্য দিতে হবে ৷" মুখ্যমন্ত্রী উদাহরণদিয়ে বলেন, "কেউহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ভরতি হলেন ৷ পরে জানা যায়,তিনি কোরোনা আক্রান্ত ৷ তবে,আগে তাঁর হৃদরোগের চিকিৎসাকেপ্রাধান্য দিতে হবে ৷ পাশাপাশি কোরোনার চিকিৎসা করতে হবে ৷"

সাংবাদিক বৈঠকে পরিবহন ব্যবস্থানিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বাস সংগঠনগুলির উদ্দেশে বলেন,"যাঁরা বাস নামাতে চাইছেন না ৷ভাড়া বাড়ানোর পক্ষে তাঁদের বলছি এখন এইসব করার সময় নয় ৷ সব ভুলে একসঙ্গে কাজকরুন ৷"
Last Updated : Jun 25, 2020, 12:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details