কলকাতা, 15 মে: 2016 সালে নিয়োগ পাওয়া 36 হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এই নির্দেশের বিরুদ্ধে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে চলেছে রাজ্য সরকার ৷ সোমবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, "এই নির্দেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাব ৷ চিন্তা করবেন না, মন খারাপ করবে না ৷ আমরা মানবিক, যতদূর লড়াই করার করব ৷ এই নির্দেশের পর অনেকে ডিপ্রেশনে ভুগছেন, কখন কে কী ঘটিয়ে দেবে ৷ আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না ৷ মামলার জেরে বিভিন্ন দফতরে নিয়োগ আটকে ৷" ডিএ নিয়ে আন্দোলনকারীদের জন্য 36 হাজার শিক্ষকের চাকরি চলে গেল, বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রশিক্ষণহীন শিক্ষক এই কথা ঠিক নয় ৷ কারণ নিয়োগের সময়েই বলা হয়েছিল 3 বছরের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে নিতে হবে ৷ রাজ্যের উদ্যোগে ইতিমধ্যেই তাঁদের সেই প্রশিক্ষণ হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ এবার রাজ্যের তরফেও আবেদন জানানো হচ্ছে ৷