কলকাতা, 11 ডিসেম্বর : নন্টে আর ফন্টে, হাঁদা ভোঁদার স্রষ্টা কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকালে হাওড়ার শিবপুরে তাঁর বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল । দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রখ্যাত শিল্পী (Governer Jagdeep Dhankhar visits senior cartoonist Narayan Debnath) ৷
একটি টুইটে প্রবীণ শিল্পীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে টুইট করেন রাজ্যপাল ৷ তিনি লেখেন, "হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টের স্রষ্টা পদ্মশ্রী শ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করে খুব উদ্দীপিত হয়েছি, উৎসাহিত বোধ করছি ৷ 96 বছর বয়সেও, তিনি খুবই সজাগ রয়েছেন ৷"
আরও পড়ুন : বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি, পদ্মশ্রী-সংবাদে প্রতিক্রিয়া নারায়ণ দেবনাথের
তাঁর সঙ্গে দেখা করে বেরিয়ে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি জানান, "প্রবীণ কার্টুনিস্টের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে দেখা করতে এসেছিলাম ৷" তাঁর সঙ্গে দেখা করে তিনি খুবই উৎসাহিত বোধ করছেন ৷ জনগণের জন্য নতুন কিছু করার স্ফূর্তি পাচ্ছেন, জানান রাজ্যপাল ৷ এমনকি প্রবীণ কার্টুনিস্টের চোখে অন্য ঔজ্জ্বল্য দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন ৷
নারায়ণ দেবনাথের পারিবারিক চিকিৎসক জানান, আজ 98 বছরের কার্টুনিস্ট জগদীপ ধনকড় ও স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি বার্তা দিয়েছেন যে, বাঁটুলকে দিয়েই করোনাকে তাড়াতে হবে ৷ এখন নারায়ণ দেবনাথকে গলা ভাত খেতে দেওয়া হচ্ছে, যা তাঁর একেবারেই পছন্দ হচ্ছে না ৷ তাই এই খাবার দিতে নিষেধ করেছেন প্রবীণ কার্টুনিস্ট ৷