পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Price Reduce: অক্ষয় তৃতীয়ার আগেই খুশির খবর ! কমেছে সোনার দাম

অক্ষয় তৃতীয়ার আগেই কমেছে সোনার দাম ৷ বাড়তে থাকা সোনার দাম মঙ্গলবার কমেছে খানিকটা ৷ লাভের আশায় গহনা ব্যবসায়ীরা ৷

Gold Price Reduce
অক্ষয় তৃতীয়ার আগে কমল সোনার দাম

By

Published : Apr 18, 2023, 10:53 PM IST

কলকাতা, 18 এপ্রিল: লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছিল সোনার দাম। যার জেরে ব্যাপকভাবে ধাক্কা খেতে হয়েছিল সোনার ব্যবসায়ী থেকে কারিগরদের। নতুন বছরের আগে ব্যবসা মন্দা গেলেও ক্রেতা ও বিক্রেতাদের উভয়ের কাছে স্বস্তির খবর ৷ চড়তে থাকা সোনার দাম মঙ্গলবার কিছুটা নিম্নমুখী। কয়েকদিন পরেই অক্ষয় তৃতীয়া ৷ এবার সোনা বিক্রিতে লাভের আশা করছেন গয়না ব্যবসায়ীরা।

আগামী রবিবার অক্ষয় তৃতীয়া ৷ এই দিন প্রত্যেক ঘরে মঙ্গলের জন্য কেনা হয় সোনা অথবা রূপো৷ কিন্তু বেশ কিছুদিন ধরেই সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী ছিল, তাতে কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছিল গহনা ব্যবসায়ীদের ৷ অবশেষে মিলেছে কিছুটা স্বস্তি ৷ মঙ্গলবার খানিকটা কমেছে সোনাম দাম ৷ এদিন কলকাতায় 24 ক্যারেট সোনার, প্রতি 10 গ্রামের দাম কমে দাঁড়ায় 60 হাজার 920 টাকায়। 22 ক্যারেট গয়না সোনার 10 গ্রামের দাম 55 হাজার 850 টাকা। মাস খানেকের একটু বেশি সময় ধরে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। যে সোনার প্রতি 10 গ্রামের দাম 50 হাজার থেকে 52 হাজার টাকা ছিল তা বাড়তে বাড়তে 57 হাজার টাকা ছুঁয়েছিল।

আরও পড়ুন: হলমার্ক ছাড়া বেচা যাবে না সোনার গয়না, দেশজুড়ে কার্যকর নয়া নিয়ম

সেই তুলনায় খানিক কমেছে সোনার দাম ৷ অক্ষয় তৃতীয়ার দাম কমায় খুশি গয়না ব্যবয়াসীরা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বহু মানুষ সোনার নানা ধরনের গয়না কিনে থাকেন, আর তাতেই লাভের আশা দেখছেন দোকানদাররা। চলতি মাসে 14 এপ্রিল 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম ছিল 61 হাজার 800 টাকা। 22 ক্যারেট গয়না সোনার প্রতি 10 গ্রামের দাম ছিল 56 হাজার 650 টাকা। বাংলা বছরের শুরুতে 24 ক্যারেটের 10 গ্রামের সোনাম দাম কমেছে 880 টাকা ৷ 22 ক্যারেটে 10 গ্রাম সোনার দাম কমেছে 800 টাকা। শুধু সোনা নয় কমেছে রূপোর দামও ৷ এক কেজি রুপোর দাম ছুঁয়েছিল 80 হাজার টাকায়। সেই দাম কমে হয়েছে 77 হাজার 800 টাকা।

কিছু ব্যবসায়ী খুশি হলেও আতঙ্ক একটা থেকেই যাচ্ছে ৷ যদি আবার অক্ষয় তৃতীয়র আগের সোনার দাম বেড়ে যায় তাহলে লাভের মুখ দেখতে বেগ পেতে হবে গহনা ব্যবসায়ীদের, এমনটাই মনে করছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details