কলকাতা, 16 জুলাই:ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হলেও রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না। ওড়িশা অভিমুখে সরে যাবে নিম্নচাপটি ৷ রবিবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে ৷ তবে এটি ওড়িশা উপকূলে সরে গেলে বঙ্গে কতটা তার প্রভাব পড়বে তা নিয়ে কোনও পূর্বাভাস মেলেনি আলিপুর আবহাওয়া দফতর সূত্রে । অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করেছে । এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ।
বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারও । দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি কিছুটা বাড়তে শুরু করেছে । রবিবারও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে । ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে । রবিবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ । উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে এই পাঁচ জেলায় । কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৷