কলকাতা, 1 মার্চ : দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা যোধপুর পার্ক, কলকাতা পৌরনিগমের 93 নং ওয়ার্ডের অন্তর্গত ৷ এখানে বসবাস প্রায় কমপক্ষে 70 হাজার মানুষের ৷ কলকাতার বড় বড় ওয়ার্ডগুলির অন্যতম ৷ তবে, এখানে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে ৷ তাও সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে জঞ্জাল অপসারণ বিভাগের দফতর ৷ আর উপরতলার 200 বর্গফুটের একটি ঘরে 93নং ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবার কাজকর্ম করা হয় ৷
সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে সার দিয়ে দাঁড় করানো রয়েছে জঞ্জালের গাড়ি (Garbage Car Outside Health Center in Ward No 93 KMC) ৷ হেলথ ইউনিটের প্রবেশপথেই রাখা রয়েছে দু’খানা জঞ্জাল ভর্তি ব্যাটারি চালিত গাড়ি ৷ এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষজন চাইলেও যেতে পারেন না ৷ কবে স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ফিরবে, সেই অপেক্ষায় রয়েছে ওয়ার্ডের মানুষজন ৷ 93 নম্বর ওয়ার্ডের লেক গার্ডেন্স, যোধপুর পার্কের মতো এমন অভিজাত এলাকায় এক সময় কাউন্সিলর ছিলেন রতন দে ৷ তিনি কলকাতা পৌরসভার মেয়র পারিষদ ছিলেন ৷ তার পরেও ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের এমন অবস্থা নিয়ে এলাকার মানুষজন ক্ষোভপ্রকাশ করেছেন ৷