পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Health Center : 93নং ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে জঞ্জালের গাড়ি, ক্ষুব্ধ সাধারণ মানুষ - Garbage Car Outside Health Center in Ward No 93 KMC

কলকাতা পৌরনিগমের 93নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের বাইরে সারি দিয়ে রাখা জঞ্জালের গাড়ি (Garbage Car Outside Health Center in Ward No 93 KMC) ৷ আর সেই জঞ্জালের গাড়ির জন্য অস্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকেন্দ্রের চারিদিকে ৷ যার জেরে সমস্যায় পড়েছেন স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা পেতে আসা নাগরিকরা ৷

Garbage Car Outside Health Center in Ward No 93 KMC
Garbage Car Outside Health Center in Ward No 93 KMC

By

Published : Mar 1, 2022, 4:28 PM IST

কলকাতা, 1 মার্চ : দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা যোধপুর পার্ক, কলকাতা পৌরনিগমের 93 নং ওয়ার্ডের অন্তর্গত ৷ এখানে বসবাস প্রায় কমপক্ষে 70 হাজার মানুষের ৷ কলকাতার বড় বড় ওয়ার্ডগুলির অন্যতম ৷ তবে, এখানে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে ৷ তাও সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে জঞ্জাল অপসারণ বিভাগের দফতর ৷ আর উপরতলার 200 বর্গফুটের একটি ঘরে 93নং ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবার কাজকর্ম করা হয় ৷

সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে সার দিয়ে দাঁড় করানো রয়েছে জঞ্জালের গাড়ি (Garbage Car Outside Health Center in Ward No 93 KMC) ৷ হেলথ ইউনিটের প্রবেশপথেই রাখা রয়েছে দু’খানা জঞ্জাল ভর্তি ব্যাটারি চালিত গাড়ি ৷ এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষজন চাইলেও যেতে পারেন না ৷ কবে স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ফিরবে, সেই অপেক্ষায় রয়েছে ওয়ার্ডের মানুষজন ৷ 93 নম্বর ওয়ার্ডের লেক গার্ডেন্স, যোধপুর পার্কের মতো এমন অভিজাত এলাকায় এক সময় কাউন্সিলর ছিলেন রতন দে ৷ তিনি কলকাতা পৌরসভার মেয়র পারিষদ ছিলেন ৷ তার পরেও ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের এমন অবস্থা নিয়ে এলাকার মানুষজন ক্ষোভপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন : 12 Hours Strike By Bjp: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে সচল কলকাতা কর্পোরেশন

স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা যে খারাপ, তা স্বীকার করে নিয়েছেন বর্তমানে কাউন্সিলর মৌসুমী দাস ৷ তিনি বলেন, ‘‘হেলথ ইউনিটের পরিসর খুবই ছোট ৷ তাই ওয়ার্ড অফিসকে এখন টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ ইতিমধ্যে, কাটজুনগরে একটি বিকল্প জায়গা দেখা হয়েছে ৷ বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে কথা হয়েছে ৷ সেখানে তৈরি করা হবে স্যাটেলাইট হেলথ সেন্টার ৷ এখন যেখানে স্বাস্থ্যকেন্দ্রটি আছে তার নিচের অংশে থাকা জঞ্জাল অপসারণ বিভাগের দফতরটি সরিয়ে দেওয়া হবে ৷ গোটা ভবনটি ওয়ার্ড হেলথ ইউনিট করা হবে ৷ এখন ওয়ার্ড অফিসে স্বাস্থ্য পরিষেবার কাজ করা হচ্ছে ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details