কলকাতা, 12 সেপ্টেম্বর: শহরে আরও একটি উড়ালপুল । চিংড়িঘাটা থেকে নিউটাউনের সংযোগ স্থাপনকারী একটি উড়ালপুল তৈরির ভাবনা রয়েছে রাজ্য সরকারের । মূলত মেট্রোপলিটন লাগোয়া শহরে যানবাহনের গতি আনতে এই উড়ালপুল তৈরি করবে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন বা কেএমডিএ । ইএম বাইপাসের উপর মেট্রোপলিটন থেকে সল্টলেকের মহিষবাথান পর্যন্ত 7 কিলোমিটারের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের জন্য ইতিমধ্যেই পরিবেশগত ছাড়পত্র চলে এসেছে ।
দুর্গাপুজোর আগেই ফ্লাইওভারের জন্য টেন্ডার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । কেএমডিএ'র এক শীর্ষ আধিকারিক এর কথায় এই ফ্লাইওভারের পরিবেশগত ছাড়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পূর্ব কলকাতার জলাভূমির ধার ঘেঁষে এই উড়ালপুল তৈরি হবে, যা আদতে রামসার সাইট দিয়েই যাবে । এক্ষেত্রে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অনুমোদন চাওয়া হয়েছিল । তবে খুশির খবর এটাই সম্প্রতি কেএমডিএ'র হাতে এই অনুমোদন চলে এসেছে । ইতিমধ্যেই কেএমডিএ'র তরফে যে ডিপিআর তৈরি করা হয়েছে তাতে বলা হচ্ছে, প্রস্তাবিত উড়ালপুলটি চিংড়িঘাটা থেকে নিকো পার্ক হয়ে সল্টলেক সেক্টর 5 এর জিপি ব্লকে ফ্লাইওভারের দুটি র্যাম্প থাকবে একটি নিচের দিকে কলেজ মোড়ের দিকে এবং আরেকটি উপরের দিকে মহিষবাথানে ।