পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাখির চোখ বাংলা, এবার থেকে রাজ্যে প্রতি মাসে অমিত শাহ

বিধানসভা নির্বাচন আসতে বাকি এখনও অনেকটা সময় । কিন্তু দেরি না করে এখনই মাঠে নামতে চলেছে রাজ্য BJP । আর দলের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে এপ্রিল মাস থেকে প্রতি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ । তিন মাসে সাত দিন এ রাজ্যেই থাকার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি ।

Amit Shah
অমিত শাহ

By

Published : Mar 2, 2020, 2:01 AM IST

Updated : Mar 4, 2020, 8:14 AM IST

কলকাতা, 2 মার্চ : আসন্ন পৌরসভা নির্বাচন । তারপরই বিধানসভা । হাতে এখনও অনেকটা সময় থাকলেও পৌরসভা ভোটের পরই মাঠে নামছে BJP । বাংলাকে পাখির চোখ করে এবার থেকে প্রতি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ । আজ নিউ টাউনের একটি হোটেলে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন তিনি । "আর নয় অন্যায়" এই ব্যানারকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূল বিরোধী প্রচার জোর দেওয়ার পাশাপাশি CAA-র ভালো ফলকে কাজে লাগাতে পরামর্শ দেন অমিত শাহ ।

লোকসভা নির্বাচন 2019, তারপর রাজ্যের তিন কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন । দুই ক্ষেত্রেই নির্বাচনের আগে একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ । প্রচার থেকে সভা সবই সেরেছেন তিনি । কিন্তু তারপরও উপ-নির্বাচনে BJP-র খারাপ ফল এবং তিনটি আসনই তৃণমূলের দখলে চলে যাওয়ায় কোনওভাবেই আর এক অংশ জমিও ছাড়তে রাজি নয় BJP । পৌরসভা নির্বাচনের আগেই তাই রাজ্যে এসে বুথে বুথে প্রচারে জোর দিতে নির্দেশ দিলেন তিনি । পাশাপাশি এই নির্বাচনে দলের নেতা-কর্মী ও বিধায়কদের বাড়তি দায়িত্ব দেওয়ার কথাও বলেন তিনি ।

গতকাল কলকাতার শহিদ মিনারে CAA সমর্থনে সভায় যোগ দিতে রাজ্যে এসেছিলেন BJP-র সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ । এসেছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও । সভা শেষে নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে রাত পর্যন্ত দলীয় বিধায়ক - সাংসদদের সঙ্গে বৈঠক করলেন দু'জন ।

এই সংক্রান্ত আরও খবর :"দেশ কি গদ্দারোকো গোলি মারো", স্লোগান BJP-র মিছিলে

জানা গেছে, পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন ঠিক কোন রণকৌশল মেনে দলীয় নেতা-কর্মীরা চলবেন তা আজকের এই বৈঠকে ঠিক করে দেন তাঁরা । প্রথম দফায় দলের সাংসদ- বিধায়কদের সঙ্গে এবং দ্বিতীয় দফায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক হয় তাঁদের । এরপর কোর কমিটির সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন শাহ- নাড্ডা । সূত্রের খবর, অমিত শাহ বৈঠকে জানান 2017 সাল থেকে যে পরিকল্পনা নিয়ে BJP এ রাজ্যে এগিয়েছে, 2019 সালে গিয়ে তা সফল হয়েছে । দলীয় নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, সংগঠনকে সুদূঢ় করতে এবার থেকে প্রতি মাসে একবার করে রাজ্যে আসবেন তিনি । তিন মাসে সাত দিন তিনি এরাজ্যে থাকবেন ।

এই সংক্রান্ত আরও খবর : মমতাদির নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে না, আক্রমণ অমিত শাহর

Last Updated : Mar 4, 2020, 8:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details