কলকাতা , 10 সেপ্টেম্বর : চুল্লি মেরামতির জন্য 15 সেপ্টেম্বর থেকে আটদিনের জন্য বন্ধ থাকবে কাশি মিত্র ঘাটে দেহ সৎকারের কাজ । দীর্ঘদিন ধরে চুল্লি সংস্কারের অভাবে মাঝেমধ্যেই যান্ত্রিক সমস্যা হচ্ছে কাশি মিত্র ঘাট শ্মশানে । তাই এই বিষয়ে কলকাতা পৌরনিগম একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর বিকেল চারটে পর্যন্ত মরদেহ সৎকার বন্ধ থাকবে কাশি মিত্র ঘাটে ৷ ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তরফে শ্মশানঘাটের বাইরেও একটি নোটিস দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য ।
আগামী 22 তারিখ বিকেল চারটের পর থেকে চুল্লিতে ফের মরদেহ সৎকারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পৌরনিগম । বর্তমানে কাশি মিত্র ঘাটে একটিমাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে । ফলে মাঝে মধ্যেই বিভ্রাটের জন্য মরদেহ দাহ করতে সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা পৌরনিগমকে । সেই সঙ্গেই দুর্ভোগে পড়তে হচ্ছে দাহ করতে আসা মৃতের পরিবার পরিজনদেরও । পৌরনিগম সূত্রে জানানো হয়েছে, কাশি মিত্র শ্মশান ঘাট বন্ধ থাকার জন্য এই শ্মশানের দেহগুলি নিমতলা মহাশ্মশানে ঘাটে পাঠিয়ে দেওয়া হবে ।
Kashi Mitra Ghat : 15 সেপ্টেম্বর থেকে আটদিন বন্ধ থাকবে কাশি মিত্র শ্মশান ঘাট
আগামী 22 তারিখ বিকেল চারটের পর থেকে চুল্লিতে ফের মরদেহ সৎকারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে পৌরনিগম । বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পৌরনিগম ৷ চুল্লি সংস্কারের জন্য বন্ধ রাখা হবে ঘাট ৷
ঘাট