কলকাতা, 14 জুলাই: ফের দেশে করোনা সংক্রমণ বাড়ছে । আর সেই পরিস্থিতি মোকাবিলায় টিকাকরণ যে জরুরি তা কারও অজানা নয় । তবে 18-60 বছরের মধ্যে যাঁদের বয়স কেন্দ্রের নির্দেশ অনুসারে তাঁদের পকেটের টাকা খরচ করেই সেই প্রিকশন ডোজ নিতে হবে । টাকা খরচে টিকা নিতে দেখা গিয়েছে চরম অনীহা । শেষমেষ 15 জুলাই থেকে 75 দিনের জন্য দেশে 18-60 বছরের সকলকেই বুস্টার ডোজ দেওয়া হবে বিনামূল্যে বলেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে (Booster Dose)। আর সেই মতোই নির্দেশকা এসেছে রাজ্যে । সেই নির্দেশিকা প্রতি জেলায় পাঠানো হয়েছে ।
আগামিকাল থেকে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে করোনা প্রিকশনারি ডোজ । কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ বলেন, "কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত । মোট 150টি সেন্টার থেকে এই বুস্টার-ডোজ দেওয়া হবে ।
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এরমধ্যে 92টি ইউপিএইচসিএস-(Urban Primary Health Center)এর 6টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কোভিশিল্ড এবং 34টি ইউপিএইচসিএস-এর 1টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কো-ভ্যাকসিন । 16টি ইউপিএইচসিএস-এর 1টি মেগা সেন্টার থেকে দেওয়া হবে করবিভ্যাক্স ৷