কলকাতা, 20 মে : সংকটাপন্ন করোনা আক্রান্ত এবং প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগা কোনও রোগীকে নিয়ে একটা হাসপাতাল থেকে আর একটা হাসপাতালে দৌড়ে বেড়াচ্ছেন পরিবারের লোকজন । আবার হয়তো কখনও অক্সিজেন সিলিন্ডারের জন্যে সারা কলকাতা চষে ফেলছেন রোগীর আত্মীয়স্বজনরা । চিকিৎসা না পেয়ে বা অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। এই ছবি আকছারই দেখা যাচ্ছে ৷
অন্তত কিছু মানুষকে এই ভোগান্তির হাত থেকে মুক্তি দিতে এগিয়ে এল চারটি সংস্থা — পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং মুক্তি। বৃহস্পতিবার কলকাতার উপকণ্ঠে মুকুন্দপুরে তৈরি হল 50 শয্যার একটি কেভিড কেয়ার ইন্টেরিম রিলিফ সেন্টার । হাসপাতালে বেড না পাওয়া বা অক্সিজেনের অভাবে মরণাপন্ন করোনা রোগীদের এখানে ভর্তি করে তাঁদের প্রাথমিক চিকিৎসা শুরু করা হবে ।
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে চিকিসৎসক অর্জুন দাসগুপ্ত জানালেন, এই সেন্টারটিতে 24 ঘণ্টা ডাক্তার এবং নার্স থাকবেন । তিনি বলেন, "পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মুখ্য কার্যালয় ভবনের 20,000 বর্গফুট জায়গাকে আইসোলেসন সেন্টারে পরিণত করা হয়েছে । প্রত্যেক শয্যার পাশে বসানো হয়েছে অক্সিজেন পৌঁছনোর সরবরাহ লাইন । এই পুরো প্রাথমিক চিকিৎসা এবং অক্সিজেন সাপ্লাই হবে নিখরচায় । চিকিৎসকরাও নেবেন না কোনও পারিশ্রমিক ।"