পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা, 19 ডিসেম্বর থেকে চারদিনের ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের - মমতা বন্দ্যোপাধ্যায়

Protest at Nabanna Over DA Issue: বকেয়া ডিএ মেটানোর দাবিতে এবার রাজ্যের সচিবালয় অভিযান সংগ্রামী যৌথ মঞ্চের ৷ চারদিনের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে আগামী 19 ডিসেম্ব থেকে ৷ এর পাশাপাশি আগামী জানুয়ারি মাসেও একগুচ্ছে আন্দোলনের কথা ঘোষণা করল যৌথ মঞ্চের নেতৃত্ব ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:09 PM IST

ডিএ ইস্যুতে এবার বড় আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ

কলকাতা, 10 ডিসেম্বর: যে সময়ের রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সেই সময় কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের সচিবালয় অভিযানের কথা ঘোষণা করল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ ৷ আগামী 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে এই ধরনায় বসবেন যৌথ মঞ্চের নেতৃত্ব এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷

এতদিন বকেয়া ডিএ-র দাবিতে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ এবার তাঁদের এই আন্দোলন পৌঁছাবে রাজ্যের সচিবালয় নবান্নে ৷ আগামী 19 ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছে ৷ 19, 20, 21 ও 22 ডিসেম্বর এই চারদিন লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তবে, এই অবস্থান বিক্ষোভের পুলিশি সহায়তা চাইলেও, তা মেলেনি ৷ হাওড়া সিটি পুলিশের তরফে যৌথ মঞ্চের আবেদনকে নাকচ করে দেওয়া হয়েছে ৷

এ নিয়ে কলকাতা হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ ৷ তাঁর যুক্তি, কোনও রাজনৈতিক দল যদি 144 ধারা লঙ্ঘন করে রাজভবনের সামনে দিনের পর দিন মঞ্চ বেঁধে পুলিশি নিরাপত্তায় ধরনা দিতে পারে, তাহলে ন্যায্য ডিএ-র দাবিতে রাজ্যের সচিবালয়ের সামনেও যৌথ মঞ্চের সদস্যরা তাঁদের দাবির স্বপক্ষে আন্দোলন করতে পারে ৷ উল্লেখ্য বকেয়া ডিএ-সহ একগুচ্ছ দাবিতে প্রায় তিনশো দিনের বেশি সময় থেকে ধর্মতলার শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷

তবে, এখানেই খান্ত হচ্ছে না যৌথ মঞ্চের নেতৃত্ব ৷ নতুন বছরের জানুয়ারি মাসে হাওড়া, শিয়ালদা এবং হাজরা মোড় থেকে মিছিল করে শহিদ মিনারে জমায়েতের ডাক দিয়েছে তারা ৷ জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ সেখান থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ ৷ এই মিছিলে বিভিন্ন শিক্ষক সংগঠন ও দীর্ঘদিন ধরে আন্দোলন চালানো সরকারি চাকরিপ্রার্থীদের আহ্বান জানানো হয়েছে ৷ মোটের উপর আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উপর চাপ আরও কয়েকগুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে আন্দোলনকারীরা ৷

আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সরকারি ক্ষেত্রগুলিতে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ এই তিনদিন স্কুল, কলেজ এবং সকল সরকারি পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ৷ এই তিনদিনের ধর্মঘটে কোনও কাজ না হলে, তা পরবর্তী সময়েও জারি থাকবে বলে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি ৷ এমনকী এর জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাসে হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন ব্যহত হলেও, তারা কোনও পরোয়া করে না বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷

আরও পড়ুন:

  1. এভারেস্টে গিয়ে ডিএ ইস্যুতে বঞ্চনার আওয়াজ তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা
  2. ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
  3. বকেয়া ডিএ'র সমস্যা মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গণচিঠি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের

ABOUT THE AUTHOR

...view details