কলকাতা, 23 ডিসেম্বর : ভিড় সামাল দিতে 25 ডিসেম্বর পার্ক স্ট্রিট ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে অতিরিক্ত চারটি টিকিট কাউন্টার খোলা থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Service in Christmas & New Year) ।
বড়দিন ও ইংরেজি নতুন বছরকে ঘিরে পার্ক স্ট্রিট ও ধর্মতলা উৎসবের প্রাণকেন্দ্র হয়ে ওঠে । বহু মানুষ এই এলাকাগুলিতে ভিড় জমান ৷ আর শহরের যে কোনও জায়গা থেকে যানজট এড়িয়ে অনেক অল্প সময় এই অঞ্চল দুটিতে পৌঁছতে হলে মেট্রোর (kolkata metro rail news) বিকল্প নেই ।
তাই বছরের এই সময়টা পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মানুষের ভিড় উপচে পড়ে ৷ তাই যাত্রীদের সুবিধার্থেই চারটি অতিরিক্ত টিকিট কাউন্টার থাকার পাশাপাশি এই সময় বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা থাকবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর ৷
আরও পড়ুন :Rail Scraps Price Increases : বাতিল যন্ত্রাংশ বিক্রি করে গত বছরের তুলনায় 80 শতাংশ লাভ পূর্ব রেলের
করোনা আবহে দীর্ঘদিন টিকিট কাউন্টার বন্ধ রাখা হলেও সম্প্রতি যাত্রীদের সুবিধার জন্য তা খুলে দেওয়া হয় ৷ শুধুমাত্র টোকেন নয়, স্মার্টকার্ডও রিচার্জ করানো যাবে এই কাউন্টার থেকে । এই দুই দিন পর্যাপ্ত পরিমাণে টোকেন ও স্মার্টকার্ডের ব্যবস্থা রাখা হবে পার্কস্ট্রিট ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ৷
এছাড়াও যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ করে মহিলা ও শিশুদের কথা চিন্তা করে পার্ক স্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, এসপ্ল্যানেড, ময়দান ও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে ট্রাফিক সুপারভাইজার উপস্থিত থাকবেন । পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে থাকবেন রলিনস সুপারভাইজাররা । এছাড়া মেট্রোর সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে কলকাতা মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা প্রতি মুহূর্তে নজরদারি চালাবেন এবং মেট্রোর RPF বাহিনী ও কলকাতা পুলিশ সমন্বয়ে কাজ করবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর ।
প্রসঙ্গত, 25 ডিসেম্বর মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7 টা থেকে । শেষ মেট্রো ছাড়বে রাত 10.30 টায় । সারাদিনে 220টি মেট্রো পরিষেবা থাকবে ।
আরও পড়ুন :Joka-BBD Bag Metro: ‘পরিবেশের ক্ষতি করে কিছু নয়’, জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে পর্যবেক্ষণ আদালতের