কলকাতা, 18 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করে তাঁর যোগদানের কথা জানানো হয়েছে ।
প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ হাতছাড়া হওয়া ৷ তারপর 31 জুলাই সোশ্যাল সাইটে দীর্ঘ পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ "অন্য দলে যাচ্ছি না" বলেও জানিয়েছিলেন ৷ তাঁকে অন্য কোনও দল থেকে ডাকা হয়নি ৷ এমনটা বলে একটা হেঁয়ালিও কিন্তু বজায় রেখেছিলেন ৷ প্রশ্ন উঠছিল, তাহলে কি অন্য কোনও দল ডাকলে সেখানে তিনি যোগ দেবেন ? তাই-ই হল ৷ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷
সুপ্রিয় বড়াল ৷ এটাই বাবুল সুপ্রিয়র আসল নাম ৷ গানের জগতে আসার পর নাম বদলে বাবুল সুপ্রিয় রাখেন ৷ গানের জগতে যথেষ্ঠ জনপ্রিয় বাবুল সুপ্রিয় ৷ তাঁর রাজনীতিতে আসা 2014 সালে ৷ লোকসসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন ৷ এরপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পান ৷ 2019-র লোকসভা ভোটে ফের জয়ী হন ৷ এবারও প্রতিমন্ত্রীরৃ পদই ভাগ্যে জোটে ৷
এরপর 2021-এর বিধানসভা নির্বাচনে দল তাঁকে টালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করে ৷ কিন্তু এবার জয়ের স্বাদ হাতছাড়া হয় ৷ অরূপ বিশ্বাসের কাছে প্রায় 50 হাজার ভোটে হেরে যান বাবুল সুপ্রিয় ৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বাবুল সুপ্রিয় জানিয়ে দেন, বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷
আরও পড়ুন,‘‘মানুষের এই রায়কে সম্মান করি না’’, হেরে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট বাবুলের
কিন্তু জুলাই মাসের 31 তারিখ হঠাৎ সোশ্যাল সাইটে পোস্ট করে বাবুল রাজনীতিকে 'আলবিদা' জানিয়ে দেন ৷ ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দেন কংগ্রেস, সিপিএম বা তৃণমূল কোনও দলেই যোগদান করছেন না ৷ তবে কিছুটা হেঁয়ালি রেখে সেই পোস্টেই বাবুল লেখেন, তাঁকে কোনও দল ডাকেওনি ৷ ফেসবুক পোস্টের এই কয়েকটি লাইন নিয়ে জল্পনা তৈরি হয় ৷ প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি অন্য কোনও দল ডাকলে তিনি সাড়া দেবেন ? তবে কিছুক্ষণ পরেই ওই পোস্টে অন্য দলে যোগদানের বিষয়টি মুছে দেওয়া হয় ৷