কলকাতা, 1 অগস্ট: এখনও পুরোপুরি সংকট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের ৷ আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে এমনটাই জানালেন ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ৷ তবে, রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে তাঁর ৷ জানালেন, গতকালের থেকে আজ আরও কিছুটা উন্নতি হয়েছে ৷ আর বাড়ি ফেরার যে আবদার করেছিলেন, তা এখনই হচ্ছে না ৷ চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিলেন, ওনার যা শারীরিক অবস্থা আরও কিছুদিন হাসপাতালে রাখতে হবে ৷ এ দিন ফুসফুসের সংক্রমণ কমাতে চেস্ট ফিজিওথেরাপি শুরু করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
বুদ্ধদেব ভট্টাচার্যর ব্যক্তিগত চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "ওঁর অবস্থার উন্নতি হচ্ছে। কালকের থেকে আজ আরও ভালো আছেন ৷ ওষুধ চলছে ৷ কথা বলছেন ৷ ব্লাড রিপোর্টও ভালো আছে। কিছু শারীরিক সমস্যা রয়েছে। তবে মাঝে মধ্যে বাইপাপ খোলা হচ্ছে। কিন্তু বাড়ি যেতেই চাইলেই তো হবে না ৷ আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে ৷’’
বাড়ি ফিরতে চাইলেন বুদ্ধদেব ভট্টাচার্য: আপাতত অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ গতকাল রাত থেকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল জানিয়েছে ৷ সোমবার তাঁকে ভেন্টিলেশন থেকে বের করার পর বর্তমানে বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি ৷ কিন্তু, বাইপ্যাপ সাপোর্টে থাকতে আপত্তি রয়েছে তাঁর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, গত 2 দিনের আচ্ছন্নভাব কাটতেই বাড়ি ফেরার জন্য ছটফট করছেন তিনি ৷ তবে, তা এখনই সম্ভব নয় বলে মত চিকিৎসকদের ৷