কলকাতা, 24 জুন : আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সর্তকতা - বৃষ্টি
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আছে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আছে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 3.0 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।
25 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং-সহ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সর্বত্রই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আগামীকাল থেকে 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে ।
এই মুহূর্তে দক্ষিণ বিহার ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এই দুয়ের প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।
আরও পড়ুন :WTC Final : বৃষ্টির বাধা সরিয়ে ঝলমলে হবে শেষদিনের লড়াই ?