পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছটপুজোর পর রবীন্দ্র সরোবরে ভেসে উঠল মাছ ও কাছিম

ছটপুজোর জেরে রবীন্দ্র সরোবরে দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছে । আজ লেকের জলে ভেসে উঠেছে মাছ ও কাছিম । পরিবেশবিদরা জানিয়েছেন, পুজোর পর জলে দূষণের তীব্রতা এতটাই বেড়েছে যে, ছোটো মাছের পাশাপাশি প্রমাণ মাপের কাতলা মাছেরও মৃত্যু হয়েছে ।

দেখুন

By

Published : Nov 4, 2019, 8:00 PM IST

কলকাতা , 4 নভেম্বর: গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অমান্য করে এ বছর রবীন্দ্র সরোবরে গেটের তালা ভেঙে ছটপুজো হয় । ছটপুজোর সামগ্রী থেকে লেকের জলে দুষণ ছড়িয়েছে । আজ লেকের জলে ভেসে উঠেছে মাছ ও কাছিম । পরিবেশবিদরা জানিয়েছেন, পুজোর পর জলে দূষণের তীব্রতা এতটাই বেড়েছে যে, ছোটো মাছের পাশাপাশি প্রমাণ মাপের কাতলা মাছও মারা গিয়েছে ।

লেকের জলে ছটপুজোর ফুল, তেল সহ পুজোর বিভিন্ন সামগ্রী জলে মেশায় মাছের মড়ক লেগেছে বলে প্রাথমিক অনুমান লেকের কর্মীদের । আজ সকাল থেকে পৌরকর্মীরা রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার শুরু করে । সেই সময় মৃত মাছ ও কাছিম পৌরকর্মীদের নজরে আসে ।

পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, " এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । গ্রিন ট্রাইবুনালের নির্দেশ না মেনে যেভাবে রবীন্দ্র সরোবরের মত জাতীয় সম্পদ নষ্ট করা হয়েছে, তা নিন্দনীয় । প্রশাসনকে বলব, দ্রুত লেক পরিষ্কার করে তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হোক ।"

ABOUT THE AUTHOR

...view details