কলকাতা, 26 এপ্রিল : এক্সাইড মোড়ের বিল্ডিংয়ের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বিভাগকে ধন্যবাদ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । আগুন লাগার কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থানে পৌঁছান । পরিস্থিতি খতিয়ে দেখেন । দফায় দফায় কথা বলেন পুলিশ ও দমকল আধিকারিকদের সঙ্গে ।
পরে ফিরহাদ বলেন, "আমি পুলিশ প্রশাসন ও দমকল কর্মী ধন্যবাদ জানাই । আগুন লাগার পর সাড়ে 9টার মধ্যে পুলিশ এসেছে । দমকল এসেছে 9.40-এ । আগুন এখন সম্পূর্ণ নিভে গেছে । তবে ধোঁয়া উঠছে । এখন বাড়িটি ঠান্ডা করা হচ্ছে । আগামীকাল আমরা দেখব কতটা ক্ষয়ক্ষতি হয়েছে । এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব ।"
ফিরহাদকে প্রশ্ন করা হয়, কীভাবে লাগল আগুন ? অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে । তিনি বলেন, "এই দিকটা ফরেনসিক বিভাগ দেখবে । পুলিশ আগে তদন্ত করুক । তারপর আমরা সিদ্ধান্ত নেব । আগে থেকে কিছু বলব না । কেউ দোষী থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"
এই সংক্রান্ত আরও খবর : এক্সাইড মোড়ের বহুতলে আগুন, ভাঙল একাংশ
এদিকে, আজ বারাসতে একটি কর্মসূচিতে যোগ দিয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, "আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হবে ।" অন্যদিকে বাগরি মার্কেট প্রসঙ্গে তিনি বলেন, "ওখানে সাত মাস আগে আগুন লেগেছিল । ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন । আমার কাছেও এসেছিলেন । অগ্নিনির্বাপণ ব্যবস্থার যেটুকু কাজ বাকি আছে তা ছ'মাসের মধ্যে করতে বলা হয়েছে । আপাতত বিবেচনার উপর নির্ভর করে দোকান খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে ।"