পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুপুরে ঘর ওয়াপসি, বিকেলে মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে ফিরহাদ - তৃণমূলে ফিরলেন মুকুল রায়

দুপুরেই তৃণমূলে ফিরেছেন মুকুল রায় । আর তার কিছুক্ষণ পরই মুকুল জায়াকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন ফিরহাদ হাকিম । মুকুলের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন । চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

By

Published : Jun 11, 2021, 10:46 PM IST

কলকাতা, 11 জুন : এ যেন মধুরেণ সমাপয়েৎ । দুপুরেই তৃণমূলে ফিরেছেন মুকুল রায় । আর তার কিছুক্ষণ পরই মুকুল জায়াকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন ফিরহাদ হাকিম । মুকুলের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন । চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ।

মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় বর্তমানে একমো সাপোর্টে রয়েছেন । তাঁর ফুসফুস প্রতিস্থাপনের চিন্তাভাবনা চলছে । ব্রেন ডেথ হয়ে গিয়েছে এমন কোনও ফুসফুস দাতার খোঁজ চলছে ।

অসুস্থ হওয়ার পর থেকেই পাশে ছিল তৃণমূল নেতৃত্ব । অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছিলেন । শুভ্রাংশুর সঙ্গে কথা বলে এসেছিলেন । তখনও মুকুল-শুভ্রাংশু বিজেপিতে । সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল ঘর ওয়াপসির । আর আজ তার যবনীকা পতন ।

মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম

আরও পড়ুন : দলে ফিরলেও মুকুলকে স্বমহিমায় দেখ যাবে কি, প্রশ্ন রাজনৈতিক মহলে

আজ যখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করছেন, তার কিছুক্ষণ পরই হাসপাতালে ফিরহাদ । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ।

ABOUT THE AUTHOR

...view details