পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বাংলার বাড়ি বিক্রি করা নিয়ে সতর্ক করলেন কলকাতা, 3 ডিসেম্বর: আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এর মধ্যেই দুঃস্থ মানুষদের দেওয়া রাজ্যের 'বাংলার বাড়ি' প্রকল্পের পাওয়া ঘর অনেক প্রাপক বিক্রি করে দিচ্ছেন ৷ স্বয়ং পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে তড়িঘড়ি সতর্ক করে সাধারণ মানুষের কাছে আবেদন করলেন, সরকারি জিনিস বেচা-কেনা দুই-ই দণ্ডনীয় অপরাধ ৷
কেন্দ্র ও রাজ্যের অর্থে যৌথ ভাবে দুঃস্থ মানুষদের জন্য মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া হচ্ছে ৷ রাজ্যে এই প্রকল্পের নাম বাংলার বাড়ি ৷ সম্প্রতি বেশ কিছু পৌর এলাকায় দেখা গিয়েছে মাথার উপর ছাদ নেই ৷ এমন ঘটতেই পারে, যেখানে বাংলার বাড়ি প্রকল্পে সরকারি ঘর পেয়ে সেই বাড়ি প্রাপক অন্য কাউকে বিক্রি করে চলে গিয়েছেন ৷
অভিযোগ, নোনাডাঙায় রেলের জমিতে থাকা বাসিন্দাদের বিকল্প জায়গায় বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি করে দেওয়া হয়েছিল ৷ পরে সেই সময় অনেকেই সেই বাড়ি বিক্রি করে টাকা নিয়ে অন্যত্র চলে গিয়েছেন ৷ এমন অভিযোগের ভিত্তিতে খোদ মেয়র ও পৌর মন্ত্রী বলেন, "সেখানে বেআইনি কাজ হয়েছে ৷ উত্তরাধিকারী না-থাকলে সরকার সেই বাড়ি অধিগ্রহণ করবে ৷ অন্য কেউ যাঁর বাড়ি নেই, তাঁকে থাকতে দেওয়া হবে ৷"
তিনি এই প্রসঙ্গে বলেন, "সব পৌরসভার দুঃস্থ মানুষকে সরকার টাকা দিয়ে বাংলার বাড়ি করে দিয়েছে ৷ এই বাড়ি যাঁরা পাচ্ছেন, তাঁদের প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ৷ আর সেই তথ্য দিল্লি পর্যন্ত দেওয়া আছে ৷ তবে আজ বাড়ি পেলেন, কাল বিক্রি করলেন- এটা হবে না ৷ এই বাড়ি কেনা বা বিক্রি দুটোই অপরাধ ৷ এই বাড়িগুলি 15 বছর ধরে সরকার লিজ দিচ্ছে ৷ বর্তমানে যাঁর নামে এই বাড়ি দেওয়া হচ্ছে, তাঁর অবর্তমানে একমাত্র উত্তরসূরি পাবেন ৷ এই বাড়ি বিক্রি করা যাবে না ৷ যাঁরা কিনছেন, সরকার যদি তাঁদের পরে উচ্ছেদ করে, তাহলে তাঁরা সব হারাবেন ৷ পরে কান্নাকাটি করে কিছু হবে না ৷ এখন থেকেই সতর্ক থাকুন ৷"
আরও পড়ুন:
- শহরের সুলভ শৌচালয় হার মানাবে তিনতারা হোটেলকেও! চমক কলকাতা পৌরনিগমের
- কবর নিয়ে দ্বন্দ্বে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ও প্রথম দাঁতের চিকিৎসকের পরিবার, সমাধানের আশ্বাস পৌরনিগমের
- 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর