পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওরা থাকে বাড়িতে, আমরা মানুষের পাশে থাকি ; BJP-কে কটাক্ষ ফিরহাদের - firhad hakim said on corona relief fund, bjp is doing politics and we are working for the people

রাজ্য BJP-র নেতাদের বাড়ি বসে বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম । বললেন, ওদের বাড়ি বসে বিক্ষোভ দেখানোটাই ভালো ।

firhad hakim said on corona relief fund, bjp is doing politics and we are working for the people
বাড়িতে বসে বিক্ষোভ দেখানোই ভালো, BJP কে কটাক্ষ ফিরহাদ হাকিমের

By

Published : Apr 26, 2020, 5:21 PM IST

কলকাতা, 26 এপ্রিল : "ওরা থাকে বাড়িতে, আমরা বিপদের সময় মানুষের পাশে থাকি ৷ এটাই সবচেয়ে বড় তফাত ৷ " এভাবেই আজ BJP নেতাদের বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম ।

তিনি বলেন, "নিজেদের বাড়িতে বসেই বিক্ষোভ করাটা ভালো । প্রতিবাদ করুক ৷ প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার । কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি ৷ কোরোনা প্রতিরোধ করার জন্য । আগামী দিনেও মানুষের জন্য এই ভাবেই কাজ করে যাব । বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেশন দোকানে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে কি না তার খবর যেমন আমরা নিচ্ছি সেই সঙ্গে রেশনের দোকানের বাইরে সোশাল ডিসট্যান্স মেনে লাইন ঠিক করা হচ্ছে ৷ রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারিও আমরা করছি । প্রত্যেকটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ৷ প্রতিটি এলাকার মানুষকে সচেতন করে তোলার কাজ করছি আমরা । মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন ৷ রাস্তায় নেমে কাজ করছেন প্রত্যেকদিন । ওরা থাকে বাড়িতে আর আমরা থাকি রাস্তায় এটাই বড় পার্থক্য । যে যা পারে সেটাই করতে পারে ৷ এটা গণতান্ত্রিক দেশ । ওরা এই সময় রাজনীতি করছে আর আমরা এই সময় মানুষের জন্য কাজ করছি । "

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী আগামী 6 মাসের জন্য খাদ্যসামগ্রী বিনামূল্যে সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । তা নতুন কিছু নয় । এর অনেক আগে থেকেই আমরা রাজ্যে সেসব শুরু করে দিয়েছি । প্রধানমন্ত্রী ঘোষণা করার আগে থেকেই এই সব ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ মে মাস থেকেই বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়া হচ্ছে । আগামী 6 মাসও দেওয়া হবে ৷ তা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । এগুলো নতুন কিছু নয় ৷ "

ABOUT THE AUTHOR

...view details