কলকাতা, 10 মার্চ:ডিএ (DA Issue) নিয়ে লাগাতার আন্দোলনে সুর চওড়া করেছেন সরকারি কর্মীরা। আজকের ধর্মঘটে তার ছবি স্পষ্ট হল। অন্যদিনের থেকে এদিনের ছবি থাকল আলাদা। মিশ্র প্রভাব পড়ল ধর্মঘটে। বিভিন্ন বিভাগে বেলা গড়ালেও ফাঁকা রইল কর্মীদের চেয়ার-টেবিল। এই ধর্মঘটকে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র বললেন সম্পূর্ণ বিফল। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের বেনজির আক্রমণ করে তাঁর মন্তব্য, কেউ না-দেখুক শ্বশুরবাড়ির লোক দেখছে। দেখো জামাইকে টিভিতে দেখা যাচ্ছে।
ডিএ আন্দোলন নিয়ে প্রথম থেকে সরকার ও কর্মীদের মধ্যে অনড় মনোভাব। কর্মীরা বকেয়া ডিএ নিয়ে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন। সরকারি ভবন থেকে কলকাতা কর্পোরেশন চলছে বিক্ষোভ, অবস্থান। আজ ধর্মঘটে এই প্রথম কর্মীদের প্রত্যেক গেটে ব্যাপক জমায়েত দেখা মিলেছে। স্লোগান দিয়ে হাতে ইউনিয়নের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে পিকেটিং করতে দেখা যায়। এদিকে ভিতরে বিভিন্ন বিভাগে দীর্ঘ সময় ফাঁকা ছিল কর্মীদের বসার চেয়ার।
ধর্মঘট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "অন্যদিনের মতই কাজ হয়েছে। 90-95 শতাংশ কর্মী কাজ করেছেন। ধর্মঘট বিফল। কারণ মানুষ কমিটেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্ম দিবস ক্ষতি করায় বিশ্বাস করে না। তাই কোনও কর্মদিবস ক্ষতি হয়নি।"