কলকাতা, 19 সেপ্টেম্বর: রাজ্যে লগ্নির স্বার্থে বেশ কয়েকদিন ধরেই স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বার্সেলোনায় সেদেশের বণিক মহল শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে আশাবাদী মন্ত্রী ফিরহাদ।
এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা এই বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী। বাংলায় শিল্প বলে কিছুই ছিল না। যা হয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই হয়েছে। মুখ্যমন্ত্রীর এই প্রয়াস বাংলাকে বিশ্বের এক নম্বর করবে।"
সম্প্রতি স্পেন সফরে গিয়েই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করেন। এছাড়াও ফুটবলের পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, আজ, মঙ্গলবার নতুন সংসদ ভবনে বসেছে বিশেষ অধিবেশন। তাতে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়েছে। সেই প্রসঙ্গে তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ বলেন, "বাংলা যা আজ ভাবে, নরেন্দ্র মোদি তা পরে ভাবেন। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা অনেক আগে ভেবেছিলাম সেটা এখন নরেন্দ্র মোদি ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বহু দিন আগে থেকেই দাবি রেখে এসেছে। বিলম্ব হলেও মুখ্যমন্ত্রীর এই দাবি মানা হচ্ছে এটা সুখবর।"