কলকাতা, 22 মার্চ: রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে বিভিন্ন পৌরসভার নিয়োগেও গড়মিলের হদিশ পেয়েছে সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি ৷ রাজ্যের পৌরসভাতে তৃণমূল আমলে বিভিন্ন নিয়োগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷ এই অবস্থায় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on Municipal Recruitment) ৷
বুধবার তিনি ইঙ্গিত দিয়েছেন পৌরসভার নিয়োগে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট কমিশনকে নতুন করে গঠন করছে পুর ও নগরোন্নয়ন দফতর । যাতে পৌরসভার নিয়োগের বিষয়ে স্বচ্ছতা আসে সেই কারণে মিউনিসিপাল সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল অতীতে । কিন্তু এরপরেও একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে । নিয়োগ দুর্নীতি মামলায় ইডি'র হাতে ধৃত প্রমোটার অয়ন শীলের মাধ্যমে নিয়ম না-মেনে অন্তত 5 হাজার চাকরি প্রার্থীর নিয়োগের বিষয়টিও সংবাদের শিরোনামে রয়েছে ।
এই প্রেক্ষাপটে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিয়োগের বিষয়টিতে নজরদারির জন্য আরও কড়া হবে কমিশন । যাতে আগামিদিনে নিয়োগ আরও স্বচ্ছতার সঙ্গে হয় সেদিকে নজর রাখা হচ্ছে ৷ জানা গিয়েছে, নতুন এই কমিশনে ডিএম অর্থাৎ জেলাশাসকদের হাতে আরও বেশি করে ক্ষমতা দেওয়া হচ্ছে । দুর্নীতি নিয়ন্ত্রণে তাঁরা যাতে ব্যবস্থা নিতে পারেন তা দেখা হচ্ছে ।