পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: পৌর নিয়োগে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট কমিশনকেই বাড়তি গুরুত্ব, বার্তা ফিরহাদের - নিয়োগ দুর্নীতি

রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌর দফতরের নিয়োগে দুর্নীতির খবর সম্প্রতি সামনে এসেছে ৷ এই প্রসঙ্গে নতুন পদক্ষেপের কথা জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Etv Bharat
ফিরহাদ হাকিম

By

Published : Mar 22, 2023, 7:33 PM IST

কলকাতা, 22 মার্চ: রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে বিভিন্ন পৌরসভার নিয়োগেও গড়মিলের হদিশ পেয়েছে সিবিআই ও ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি ৷ রাজ্যের পৌরসভাতে তৃণমূল আমলে বিভিন্ন নিয়োগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷ এই অবস্থায় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on Municipal Recruitment) ৷

বুধবার তিনি ইঙ্গিত দিয়েছেন পৌরসভার নিয়োগে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট কমিশনকে নতুন করে গঠন করছে পুর ও নগরোন্নয়ন দফতর । যাতে পৌরসভার নিয়োগের বিষয়ে স্বচ্ছতা আসে সেই কারণে মিউনিসিপাল সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল অতীতে । কিন্তু এরপরেও একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে । নিয়োগ দুর্নীতি মামলায় ইডি'র হাতে ধৃত প্রমোটার অয়ন শীলের মাধ্যমে নিয়ম না-মেনে অন্তত 5 হাজার চাকরি প্রার্থীর নিয়োগের বিষয়টিও সংবাদের শিরোনামে রয়েছে ।

এই প্রেক্ষাপটে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিয়োগের বিষয়টিতে নজরদারির জন্য আরও কড়া হবে কমিশন । যাতে আগামিদিনে নিয়োগ আরও স্বচ্ছতার সঙ্গে হয় সেদিকে নজর রাখা হচ্ছে ৷ জানা গিয়েছে, নতুন এই কমিশনে ডিএম অর্থাৎ জেলাশাসকদের হাতে আরও বেশি করে ক্ষমতা দেওয়া হচ্ছে । দুর্নীতি নিয়ন্ত্রণে তাঁরা যাতে ব্যবস্থা নিতে পারেন তা দেখা হচ্ছে ।

যতদূর জানা যাচ্ছে, জেলাশাসক নিজে না-থাকলেও তার মনোনীত একজন প্রতিনিধি এই কমিশনে থাকবেন । যাঁর প্রধান কাজ হবে নিয়োগের বিষয়টিতে নজরদারি করা । পৌরসভার কোনও নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি নজরে এলে তৎক্ষণাৎ তা যাতে দফতরের নজরে আসে, সেই বিষয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফিরহাদ হাকিম ৷

এদিন ফিরহাদ হাকিম জানান, এই মুহূর্তে যে সমস্ত নিয়োগ হচ্ছে সবই মিউনিসিপাল সার্ভিস কমিশনের আওতাভুক্ত । এক্ষেত্রে যেসব জায়গায় দুর্নীতির অভিযোগ এসেছে সেগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে । সাধারণত গ্রুপ ডি'র নিয়োগ সরাসরি জেলাশাসকের মাধ্যমেই সম্পন্ন হয় । গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে । ফিরহাদের কথায়, "আমরা ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছি পুরো তথ্য ও খবর নিয়ে কাগজগুলো তৈরি রাখতে ।" এদিন অয়ন শীলকে নিয়েও তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কোথাও কোনও দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । আমরা নির্দেশ দিয়েছি ডিপার্টমেন্টকে বিষয়টি খতিয়ে দেখতে, তারপরেই এ বিষয়ে কিছু বলা যাবে ।"

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে শুক্রবার পথে নামবে শিক্ষক সংগঠন

ABOUT THE AUTHOR

...view details