পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Slams Governor: মদনের মন্তব্যকে সমর্থন না করেও রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদের - রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদের

শনিবার রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন বিধায়ক মদন মিত্র ৷ তবে কুরুচিকর সেই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে স্পষ্ট জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তবে রাজ্যপালের ক্যানিং পরিদর্শনকে কটাক্ষ করেন ফিরহাদ ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 17, 2023, 9:08 PM IST

রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদের

কলকাতা, 17 জুন: কুণাল ঘোষ, মদন মিত্রের পরে এবার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সমালোচনা করেন রাজ্যপালের ৷ যদিও সাংবাদিকদের সামনে বিধায়ক মদন মিত্রের মন্তব্যকে সমর্থন জানালেন না তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷

বিধায়কের এমন ভাষায় রাজ্যপালকে আক্রমণ করাকে সরমর্থন করেন না বলে স্পষ্ট জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ পাশাপাশি দলও সমর্থন করেন না বলেন সাফ জানান ফিরহাদ। যদিও এদিন মন্ত্রী রাজ্যপালের ক্যানিং সফরকে কটাক্ষ করে বলেন, "রাজ্যপাল বেচারির কিছু করার নেই। ওখান থেকে যা ফোন আসে সেটাই করতে হয়।" এছাড়াও কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা প্রসঙ্গে অভিযোগ উড়িয়ে দেন ফিরহাদ। বলেন, "আমার মনে হয় না উদয় গুহর লোকজন আক্রমণ করেছেন। ওর ওখানে কিছু নেই। এগুলো মাঝেমাঝে বর্ডার ক্রস করিয়ে দিয়ে হাইলাইটে থাকতে চাওয়ার মতো অবস্থা।"

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে উত্তরবঙ্গের চোপড়া থেকে দক্ষিণবঙ্গের ভাঙরে ধুন্ধুমার কাণ্ড। কোথাও শাসক-বিরোধী আবার কোথাও শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন রাজনৈতিক কর্মীরা। আক্রান্ত হয়েছেন একাধিক। সেই সন্ত্রাস দেখতে শুক্রবার ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর শনিবার গেলেন ক্যানিং। এ নিয়ে রাজ্যপালকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন: রাজ্যপালের ভাঙড়-ক্যানিং পরিদর্শন নিয়ে বেলাগাম আক্রমণ মদনের

কুরুচিকর ভাষায় সেই আক্রমণ সমর্থনযোগ্য নয়, বলে মনে করেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ভাঙড়ের পরে রাজ্যপালের ক্যানিং যাওয়ার ঘটনাকে তীব্র কটাক্ষ করেন তিনি। বোমা গুলিতে সন্ত্রস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। সেই প্রসঙ্গে বিধায়ক মদন মিত্র বলেন, "রাজভবনে খুঁজলেও বোমা পাওয়া যাবে।"

পাশাপাশি রাজ্যের সাংবিধানিক প্রধানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। শনিবার সাংবাদিক সম্মেলন করে ফের রাজ্য়পালকে কটাক্ষ করেন মদন ৷ তিনি বলেন, "শকুন আকাশে চড়ে, নজর থাকে ভাগাড়ে ৷ এখানে দেখছি শকুন আকাশে চড়ছে, নজর আছে ভাঙড়ে। আপনার নজর কেন ভাঙড়ে ? এই রাজ্যপাল কানে বিড়ি গুঁজে রজনীকান্তের অভিনয়কেও হার মানাচ্ছেন।"

ABOUT THE AUTHOR

...view details