কলকাতা, 22 জুলাই:কলকাতার অন্যতম সেরা সরকারি হাসপাতালে আগুন-আতঙ্ক। সকাল 8টা নাগাদ আগুন লাগে শিয়ালদার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে আগুন ছড়িয়ে পড়ে । হাসপাতালে থাকা রোগীর পরিবারের সদস্য এবং কর্মীরা আচমকাই কার্ডিওলজি বিভাগের ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপরই আতঙ্ক ছড়ায়।
প্রথমে হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। তারপর দমকলে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় 2টি ইঞ্জিন। পরে আসে আরও একটি ইঞ্জিন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু কোথা থেকে ওই ধোঁয়া বের হয়েছে তা স্পষ্ট নয়। সেই পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দমকল বিভাগ প্রাথমিকভাবে জানিয়েছে, এটি ইলেকট্রিক্যাল স্মোক ছিল। এদিকে, আগুন আতঙ্কের জেরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য রোগীদের নিরাপদে সরিয়ে রাখে। অল্প কিছু সময়ের জন্য বন্ধ থাকে কার্ডিওলজি বিভাগ। তবে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে আসায় আবার স্বাভাবিক হয়ে গিয়েছে পরিষেবা। রোগীদেরকেও ফের নিয়ে আসা হয়েছে নিজস্ব বিভাগে। এই আগুন আতঙ্কের জেরে হতাহতের কোনও খবর মেলেনি।