পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক শিশু সহ বাজিতে মৃত 2 - বেহালায় তুবড়ি ফেটে মৃত্যু

তুবড়ি ফেটে শহরে মৃত দুই ।

আদি দাস

By

Published : Oct 28, 2019, 1:20 PM IST

Updated : Oct 28, 2019, 9:26 PM IST

কলকাতা, 28 অক্টোবর : কোনও নিষিদ্ধ বাজি নয় । তুবড়ি ফেটে মৃত্যু হল দু'জনের । বেহালার আদি দাস (5) ও কসবার দীপকুমার কোলে (40) । দু'জনেরই গলায় তুবড়ির খোল বিঁধে মৃত্যু হয়েছে । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

এদিকে বাজি নিয়ে নিষেধাজ্ঞা না মানায় ও অন্যান্য কারণে কলকাতায় সবমিলে গতকাল রাত থেকে 1190 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

গতকাল সন্ধ্যায় বেহালার শীলপাড়ায় ঠাকুমার সঙ্গে কালীপূজা দেখতে বেরিয়েছিল আদি । রাস্তায় বাজি পোড়ানোর মজা নিতে নিতেই হাঁটছিল সে । দেখছিল তুবড়ি পোড়ানো । আচমকা রাস্তার ধারের একটি তুবড়ি ফেটে খোলের একাংশ লাগে আদির গলায় । বিঁধে যায় সেটি । বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সেখানেই মৃত্যু হয় তার । ঘটনার কথা শুনে মুখ্যমন্ত্রী ফোন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে । বিষয়টি সম্পর্কে বিশদে জানতে চান তিনি । আজ হরিদেবপুর থানায় ডেকে পাঠানো হয়েছে বাজি বিক্রেতাকে ৷

এদিকে কসবার উত্তরপাড়ায় নিজেই তুবড়ি জ্বালাচ্ছিলেন দীপ কুমার কোলে । সেখানেও একটি তুবড়ি ফেটে যায় । খোল গিয়ে বিঁধে যায় গলায় । দ্রুত শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলেও, কোনও লাভ হয়নি । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । বিষয়টি জানতে পেরে দীপ কোলের দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । তাঁর বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম ।

অন্যদিকে, শব্দবাজিতে নিষেধাজ্ঞা ছিলই । ব্যাপকভাবে চালানো হয়েছিল প্রচারও । কিন্তু তারপরও ঠেকানো গেল না নিষিদ্ধ বাজি । কালীপুজা এবং দীপাবলির সন্ধ্যা থেকেই শহর কলকাতা এবং শহরতলী দেখল শব্দবাজির তাণ্ডব । রাত বাড়তে পরিমাণ আরও বেড়ে রীতিমতো কান ঝালাপালা হওয়ার পরিস্থিতি হয় শহরবাসীর ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল রাত 8 টা থেকে 10টা পর্যন্ত ফাটানো যাবে বাজি । মনে করিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা । রীতিমতো লিফলেট ছড়িয়ে, পোস্টার লাগিয়ে সেই প্রচার চালিয়েছিল পুলিশ । কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্ক এবং ট্রায়াঙ্গুলার পার্ককে বাজি ফাটানোর জন্য নির্দিষ্ট করা হয়েছিল । কিন্তু শহরবাসীর একাংশই রাত বাড়তে উৎসবকে পরিণত করল শব্দ তাণ্ডবে ।

শব্দবাজি আটকাতে ব্যবস্থা নেয় পুলিশ । গতকাল পর্যন্ত 10693 কেজি শব্দবাজি আটক করা হয় । মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় । কিন্তু শেষ বছর থেকে এই সংখ্যাটা অনেক বেশি ।

গতরাতে নিষিদ্ধ শব্দবাজি পোড়ানোর জন্য সবথেকে বেশি গ্রেপ্তার করা হল পূর্ব সাব-আরবান ডিভিশনে । সেখানে গ্রেপ্তারের সংখ্যা 134 । দক্ষিণ সাব-বারবান ডিভিশনে গ্রেপ্তারির সংখ্যাটা 130 । দক্ষিণ-পূর্ব ডিভিশনে 102 । সব মিলিয়ে নিষিদ্ধ বাজি পোড়ানোর দায়ে এখনও পর্যন্ত শহরে গ্রেপ্তার করা হয়েছে 758 জনকে । মদ্যপান করে গাড়ি চালানো, মদ্যপান করে অন্যান্য কাজের জন্য এবং অন্য কারণে 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়াও জুয়া খেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 32 জনকে ।

Last Updated : Oct 28, 2019, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details