পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পার্কস্ট্রিটের পানশালায় আগুন - bar

আজ বিকেল 5 টা নাগাদ পার্ক স্ট্রিটের ওই পানশালায় আগুন লাগে । খবর দেওয়া হলে ঘটনাস্থানে দমকল গিয়ে পানশালার ভিতর থেকে সবাইকে উদ্ধার করে আনে ।

আগুন লাগার পর ধোঁয়াচ্ছন্ন পানশালা

By

Published : May 27, 2019, 9:35 PM IST

কলকাতা, 27 মে : পার্ক স্ট্রিটের একটি পানশালায় আগুন লাগল । ঘটনাস্থানে দমকলের 3 টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।

দেখুন ভিডিয়ো

আজ বিকেল 5 টা নাগাদ পার্ক স্ট্রিটের ওই পানশালায় আগুন লাগে । খবর দেওয়া হলে ঘটনাস্থানে দমকল গিয়ে পানশালার ভিতর থেকে সবাইকে উদ্ধার করে আনে । এই মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গেছে ওই পানশালা । সিলিন্ডার ফেটে এই আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details