পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচে আগুন, 7 টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে - গার্ডেন রিচে আগুন

গার্ডেনরিচের গুদামঘরে আগুন লাগে । ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন ৷

গার্ডেন রিচে আগুন
গার্ডেন রিচে আগুন

By

Published : Apr 7, 2021, 1:35 PM IST

Updated : Apr 7, 2021, 2:37 PM IST

গার্ডেনরিচ, 7 এপ্রিল : ফের শহরে আগুন । এবার ঘটনাস্থল তারাতলা এলাকার ফুড করপোরেশন ইন্ডিয়ার গুদাম । দমকলের সাত ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

আজ বেলা একটা নাগাদ আচমকাই তারাতলা এলাকার এফসিআই গুদাম ঘরে আগুন লাগে ৷ সেখানকার বেশ কিছু লোক প্রাথমিকভাবে আগুন দেখতে পান । এরপরই উত্তেজনা ছড়ায় গুদামঘরে । সেই সময় গুদামঘরে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন । আতঙ্কে তাঁরা গুদামঘর ছেড়ে বেরিয়ে আসেন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন । শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ । মোতায়েন হয় তারাতলা থানার পুলিশ ।

আগুন নিয়ন্ত্রণে আনে দমকল

আরও পড়ুন : ব্যবসায়ীকে গুলি করে খুন, উত্তেজনা কোচবিহারে


এলাকার বাসিন্দারা দমকলের সঙ্গে হাত লাগান । হোস পাইপের সাহায্য়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী । গুদামের ভিতর থেকে সাদা ধোঁয়া বেরোতে দেখে আগুন নিয়ন্ত্রণে এসেছে একথা অনুমান করা হয় ।

Last Updated : Apr 7, 2021, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details