পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বিতীয় দিনের ভাষণেও মিথ্যে কথা বললেন অর্থমন্ত্রী : সোমেন - Somen Mitra mocked Nirmala Sitharaman

কেন্দ্রের তরফে যে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছিল , আজ দ্বিতীয় দফায় সেই প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কিন্তু তাঁর ভাষণ সারবত্তাহীণ , লোক ঠকানোর কারবার বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷

Somen Mitra
সোমেন মিত্র

By

Published : May 14, 2020, 10:23 PM IST

কলকাতা , 14 মে : প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ সম্পর্কে অর্থমন্ত্রীর দ্বিতীয় দিনের ভাষণ নিয়ে এবার তীব্র সমালেচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ তিনি আজ প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে কটাক্ষ করে বলেন , ‘‘প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর ঘোষণার সঙ্গে কাজের কোনও মিল নেই । প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর ঘোষণা শুধুমাত্র লোক ঠকানো ছাড়া আর কিছু নয় । এর আগে কেন্দ্রীয় সরকার যা ঘোষণা করেছে তা বাস্তবে রূপ পায়নি । শুধুমাত্র ঘোষণাই রয়ে গেছে । আজও দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিথ্যে কথা বললেন দেশবাসীর উদ্দেশে ।’’

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন , "আজ দেশের অর্থমন্ত্রী এক দেশ , এক রেশন কার্ডের কথা বলেছেন । যা বহু পুরানো জিনিস । কেন্দ্রীয় সরকার কেন এতদিন তা চালু করেনি । লকডাউনের 50 দিন অতিক্রান্ত হয়ে গেল । আজ কেন মনে করছে এক রেশন কার্ড এক ভারতের কথা ? মানুষের চোখের জলের কথা বলছেন অর্থমন্ত্রী । পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার জায়গা নেই । রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । ঘোষণার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই । কত মানুষ রাস্তায় চলতে চলতে দুর্ঘটনায় মারা যাচ্ছে তার কোনও হিসেব নেই অর্থমন্ত্রীর ভাষণে । ট্রেনে কাটা পড়ে কত শ্রমিক মারা গিয়েছেন । পরিযায়ী শ্রমিকরা দুর্ঘটনায় মারা যাচ্ছেন । তাঁদের নিয়ে কোনও ঘোষণা নেই অর্থমন্ত্রীর । তিন মাসের খাবার দেবেন বলছেন । অথচ আগের ঘোষণা যা ছিল , সেই খাবারই পাচ্ছে না এ রাজ্যের মানুষ । পশ্চিমবঙ্গের মানুষের কপালে চাল, ডাল জুটছে না।"

তিনি আরও জানান , জনধন যোজনার কত মানুষ টাকা পেলেন না , তার হিসেব দিতে পারলেন না দেশের অর্থমন্ত্রী । প্রধানমন্ত্রী আবাস যোজনার পুরানো স্কিমের ঘোষণা নতুন করে করলেন দেশের অর্থমন্ত্রী । এখানেও জাগলারি । প্রধানমন্ত্রী কুড়ি লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণায় মিথ্যাচার রয়েছে ৷ আসলে দশ লাখ কোটি টাকাই বরাদ্দ করা হয়েছে । সেই টাকাই কীভাবে খরচ করবেন তার হিসেব চেয়েছেন সোমেন মিত্র ।

তাছাড়া,অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রাপ্ত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি । তিনি বলেন , ‘‘আসল লড়াই রাজ্য সরকারগুলি করে । গরিব মানুষ আবাস যোজনা কত হয়েছে তার হিসেব দিতে হবে অর্থমন্ত্রীকে । আট বছর হয়ে গেল এই সরকারের । কোথায় কত আবাস যোজনা হয়েছে তার হিসেব নেই সরকারের কাছেও ।’’ প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ নিয়ে মিথ্যাচার করেছেন বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্প নিয়ে তিনি বলেন , রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পে উপকৃত হচ্ছেন না মানুষ । অ্যাকাউন্টে যে 1000 টাকা করে পাওয়ার কথা ছিল গরিব মানুষের , সার্ভার ডাউন থাকার জন্য অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না । ’’ সেক্ষেত্রে প্রচেষ্টা প্রকল্পের অনলাইনে আবেদনের সময়সীমা 15 মে-র পরিবর্তে তারিখ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন সোমেন মিত্র ।

ABOUT THE AUTHOR

...view details