কলকাতা, 18 সেপ্টেম্বর : রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে 18 অক্টোবরের মধ্যে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিতে হবে ৷ আর ফলাফল প্রকাশ করতে হবে অক্টোবরের মধ্যেই ৷ উচ্চশিক্ষা দপ্তরকে এই নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) ৷
জানা গেছে, কোরোনা পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে পরীক্ষা না নিয়ে অক্টোবরে নিতে চেয়েছিল উচ্চশিক্ষা দপ্তর ৷ তার আবেদন জানিয়ে UGC-তে চিঠি পাঠান উচ্চ শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন ৷ সেই আবেদন মঞ্জুর করে UGC ৷
কিন্তু এতদিন পরীক্ষা নেওয়ার লিখিত অনুমোদন আসেনি ৷ গতকাল সেই লিখিত অনুমোদন আসে ৷ UGC-র গাইডলাইন অনুযায়ী, 18 অক্টোবরের মধ্যে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে ৷
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনকে UGC-র সচিব রজনীশ জৈনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের অন্তর্ভূক্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নেওয়ার জন্য 18 অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন বিবেচনা করা হয়েছে ।
পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং তাদের শিক্ষার অগ্রগতির কথা বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করেছে UGC । যত দ্রুত সম্ভব সেই পরীক্ষাগুলির ফলাফল প্রকাশ করতেও বলা হয়েছে । অক্টোবরের মধ্যে ফলপ্রকাশ বাঞ্ছনীয় ৷ যাতে স্নাতকোত্তর ও P.hD প্রোগ্রামে প্রথম বর্ষের ভরতির প্রক্রিয়াতে কোনও দেরি না হয় এবং পরবর্তী শিক্ষাবর্ষ সময়ে শুরু করা যায় ।