পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাষিদের উন্নতমানের বীজ ও সার দেওয়া হবে: কৃষিমন্ত্রী - লকডাউন

লকডাউনে পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ায় রাজ্যে কৃষির অবস্থা ধ্বংসের মুখে । কৃষকদের সাহায্য করার জন্য লকডাউন উঠে যাওয়ার পরে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক স্তরে কৃষি কর্মশালার আয়োজন করবে রাজ্যর কৃষি দপ্তর ।

aa
কৃষিমন্ত্রী

By

Published : May 12, 2020, 2:12 PM IST

কলকাতা, 12 মে: লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত রাজ্যের কৃষিকাজ । এই পরিস্থিতিতে চাষিদের উন্নতমানের বীজ এবং আধুনিক মানের সার দিয়ে সাহায্য করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় । রাজ্যের বিভিন্ন জেলায় ধান, আলুসহ বিভিন্ন সবজি চাষের যে ক্ষতি হয়েছে তা স্বীকার করে কৃষিমন্ত্রী জানিয়েছেন, লকডাউন উঠে যাওয়ার পর কৃষকদের আর্থিক সাহায্যের পাশাপাশি উন্নতমানের বীজ এবং সার দেওয়া হবে । আম চাষের ব‍্যাপক ক্ষতি হয়েছে । বিশেষ করে মালদা এবং উত্তর 24 পরগনার আমচাষিদের জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করে কৃষকদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করবে রাজ্যের কৃষি দপ্তর ।

আমচাষিরা এই সময় ভালো ফলনের জন্য গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করেন । তার জন্য অতিরিক্ত মজুর দরকার হয় । লকডাউনে মজুর না পাওয়ায় বিপর্যস্ত হচ্ছেন কৃষকরা । রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, কৃষকদের আর্থিক ক্ষতির ঘাটতি মেটানো সম্ভব । পশ্চিমবঙ্গে 65 হাজার হেক্টর জমিতে আমের চাষ হয় । লকডাউনের ফলে দিনমজুর না পাওয়ায় সমস্যায় পড়েছেন রাজ্যের কৃষকরা । তাঁদের জন্য ব্লকভিত্তিক সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় । কেবলমাত্র আম চাষ নয়, সামগ্রিকভাবে বিভিন্ন চাষের ক্ষতি হয়েছে কোরোনা সংক্রমণের জেরে । পরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে যাওয়ায় অনুসারী কৃষি ধ্বংসের মুখে । কৃষকদের সাহায্য করার জন্য লকডাউন উঠে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক স্তরে কৃষি কর্মশালার আয়োজন করবে রাজ্যের কৃষি দপ্তর ।

কৃষিমন্ত্রী বলেন, "চাষিদের দুরবস্থার কথা মুখ্যমন্ত্রী জানেন । রাজ্যের কৃষকদের সহায়তা করার জন্য তিনি ইতিমধ্যেই সব মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন । সংশ্লিষ্ট মন্ত্রীদের এলাকার কৃষকদের মানসিক এবং আর্থিকভাবে সাহায্য করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি । কৃষি উৎপাদন যাতে থমকে না যায়, তার জন্য একাধিক মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে । কৃষকদের আর্থিক সাহায্যের পাশাপাশি উপযুক্ত পরিমাণে সার এবং বীজ দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details