পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে পোস্ট ভুয়ো, জানাল পুলিশ

আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ তুলেছে BJP । ইতিমধ্যেই হাওড়ার সাঁকরাইলে ক্ষতিপূরণের টাকা বিলি নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে । এরই মাঝে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি মিম । যা ভুয়ো বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

Fake news
ভুয়ো খবর

By

Published : Jun 17, 2020, 8:34 AM IST

কলকাতা , 17 জুন : কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একটি মিম ঘুরছে । যেখানে বলা হয়েছে, এক ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক আমফানে ক্ষতিগ্রস্ত 102 জনের তালিকা তৈরি করেছে । তার মধ্যে 91টি নামই ভুয়ো । এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় , সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই মিম ভুয়ো । এর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । যারা এই ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছে ।


আমফান আছড়ে পড়ার পর রাজ‍্যকে এক হাজার কোটি টাকা প্রাথমিকভাবে সাহায্যের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । তারপর থেকেই BJP নেতা-কর্মীরা দুর্নীতির আশঙ্কা করে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন বলে অভিযোগ । অনেকেই পোস্টে দাবি করেছিলেন, “সব টাকাই যেন ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় । না হলে সেই টাকা চলে যাবে তৃণমূল নেতাদের পকেটে ।" ইতিমধ্যেই হাওড়ার সাঁকরাইলে ক্ষতিপূরণের টাকা বিলি নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে । স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং এক সদস্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কয়েকজন । তাঁদের অভিযোগ, যাঁদের ক্ষতিপূরণ পাওয়ার কথা তাঁদের তালিকায় রয়েছে অন্যদের নাম । সেই বিষয়টি নিয়ে গত রবিবার দক্ষিণ দুইলায় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ।

এরই মাঝে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিম । যেখানে বলা হয়, ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক 102 জনের নামের যে তালিকা তৈরি করেছে তার মধ্যে 91টি নাম ভুয়ো । ইতিমধ্যেই তাঁরা ক্ষতিপূরণ বাবদ 25 হাজার টাকা করে ব্যাঙ্ক থেকে তুলে ফেলেছেন । যদিও কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে , এটি ভুয়ো খবর । বিষয়টি নিয়ে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details