কলকাতা, 7 মার্চ : সোম ও মঙ্গলবার রঙের উৎসব শহরে । বিষয়টি মাথা রেখে ওই দিনগুলিতে অতিরিক্ত জল সরবরাহ করার কথা ঘোষণা করল কলকাতা পৌরনিগম । পাশাপাশি শহরের রাস্তাঘাট পরিষ্কার করার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।
দোলে অতিরিক্ত জল সরবরাহ করবে কলকাতা পৌরনিগম
রং খেলার জন্য অতিরিক্ত জল সরবরাহের সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের । পাশাপাশি শহরের রাস্তা পরিষ্কার ও ড্রেনেজ সিস্টেম খতিয়ে দেখতে গঠন করা হয়েছে টিম ।
দোল ও হোলি উদযাপনের কথা মাথায় রেখে টালা, গার্ডেনরিচ, জোড়াবাগান, ওয়াটগঞ্জ পাম্পিং স্টেশন থেকে অতিরিক্ত জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে । ধাপা অঞ্চলের জন্য 12টা থেকে 1টা পর্যন্ত অতিরিক্ত জল সরবরাহ করা হবে । জোড়াবাগান পাম্পিং স্টেশন থেকে 12টা থেকে 1টা পর্যন্ত অতিরিক্ত জল সরবরাহ করা হবে । গার্ডেনরিচ ওয়াটগঞ্জ পাম্পিং স্টেশন থেকে 1টা থেকে ২টো পর্যন্ত অতিরিক্ত জল সরবরাহ করা হবে ।
রং খেলার পর শহরের রাস্তা পরিষ্কার করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । এই কাজের জন্য প্রতিটি বোরোয় অতিরিক্ত কর্মী রাখা হবে । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "লোকজন যাতে ঠিকভাবে দোল খেলতে পারেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । যাতে জলের সমস্যা না হয় এবং রং খেলার পর শহরের পথঘাট পরিষ্কার থাকে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে । পাশাপাশি যদি কোনও ড্রেনেজ সমস্যা দেখা দেয়, তাহলে তার মোকাবিলায় কয়েকটি টিম গঠন করা হয়েছে ।"