পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU EC Meeting: 26 সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসি বৈঠক , জানালেন নয়া উপাচার্য - বুদ্ধদেব সাউ

আগামী 26 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হবে ইসি বৈঠক ৷ এমনটাই জানালেন অন্তর্বতীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 6:33 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশেষে বসতে চলেছে কার্যনির্বাহী কমিটির বৈঠক বা ইসি মিটিং। আগামী 26 সেপ্টেম্বর হবে এই বৈঠক ৷ ইউজিসির কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার পরই অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, এই মাসেই ইসি মিটিং হবে । আর কথা অনুযায়ীই পরের সপ্তাহের মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য । এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে ।

সোমবার অন্তর্বতীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন,"26 সেপ্টেম্বর আমাদের ইসি বৈঠক ডাকা হয়েছে ।" যদিও এখনও পর্যন্ত বৈঠককে ঘিরে সদস্যদের যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সাম্প্রতিককালের কোনও ঘটনার উল্লেখ নেই বলে সূত্রের খবর । তবে বৈঠককে ঘিরে আরও বেশ কিছু নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে । জানা গিয়েছে, এমনকী সিসিটিভি নিয়েও কথা হতে পারে ইসি বৈঠকে ।

শেষ 2023 সালের ফেব্রুয়ারি মাসে কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । তারপর থেকেই বন্ধ রয়েছে এই বৈঠক । যা নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল । এই ইসি বৈঠকের জন্য আটকে ছিল একাধিক সিদ্ধান্ত । তবে 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনার পর এবার ইসি মিটিং নিয়ে শুরু হয়েছে তোড়জোড় ।

যাদপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে ৷ এই ঘটনার কিছুদিন পরেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্যের নাম ঘোষণা করেন । ওই সময়ে নয়া উপাচার্য হিসাবে বসানো হয় বুদ্ধদেব সাউকে । তবে তিনি উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই প্রশ্ন ওঠে ইসি বৈঠক নিয়ে । প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী একাধিক পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল ৷ তাঁদের শাস্তি নির্ধারণ করা হলেও তা কার্যকর হওয়ার কথা রয়েছে এই ইসি বৈঠকেই । কিন্তু কার্যনির্বাহী কমিটির বৈঠক কবে হবে সেটাই তখন নির্ধারিত ছিল না । তবে অবশেষে এই বৈঠকের দিন ঘোষণা করা হল বিশ্ববিদ্যালয়ের তরফে ।

আরও পড়ুন:মঙ্গলবার ফের যাদবপুরে বৈঠক ইউজিসির, বেশ কিছু ছাত্রকে বহিষ্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

অন্যদিকে সিসিটিভি বসানো নিয়ে বুদ্ধদেব সাউের বক্তব্য, আগামিকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর কাজ শুরু হবে । জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হস্টেলের গেটগুলিতে মূলত এখন বসানো হবে ক্যামেরাগুলি । তারপর ক্যাম্পাসের আরও কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে, তা নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details