কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK)-এ আজ ভোররাতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। এই অভিযানের জন্য ভারতীয় বায়ুসেনার জওয়ানদের আন্তরিক অভিনন্দন জানালেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সৌমিত্র রায়। তিনি বলেন, "ভারতীয় জওয়ানদের অভিনন্দন। এর দ্বারা কড়া জবাব দেওয়া হল পাকিস্তানকে।"
পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া গেল ভারত দুর্বল নয় : প্রাক্তন কর্নেল সৌমিত্র রায় - india
পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK)-এ আজ ভোররাতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। এই অভিযানের জন্য ভারতীয় বায়ুসেনার জওয়ানদের আন্তরিক অভিনন্দন জানালেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সৌমিত্র রায়। তিনি বলেন, "ভারতীয় জওয়ানদের অভিনন্দন। এর দ্বারা কড়া জবাব দেওয়া হল পাকিস্তানকে।"
আজ থেকে দু'সপ্তাহ আগে পুলওয়ামায় যে ঘটনা ঘটল তার ১২ দিনের মাথায় ভারতীয় সেনার এই অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনিsu বলেন, "একটা সুপরিকল্পিত অভিযানের সাথে সাথে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হল ভারত দুর্বল নয়। ভারতীয় সেনাবাহিনী বা আধাসামরিক বাহিনীর উপর যে ধরনের হামলা চালানো হয় তার উত্তরে ভারতীয় সেনা জবাব দিল, এনাফ ইজ় এনাফ। এই অভিযান পাকিস্তানের কোনও সেনাবাহিনীর উপর বা তাদের পরিকাঠামো ধ্বংসের জন্য করা হয়নি। যে জায়গায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত সেখানেই সেনা অভিযান চালায়। বালাকোটে সুইসাইড বম্বারদের প্রশিক্ষণ দেওয়া হত। সেখানে মাসুদ আজ়হারের একটা ঘাঁটিও ছিল। আজকের অভিযানের মধ্যে দিয়ে এটাই বোঝানো হল ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদ নিধনের চেষ্টা করেছে।"
এছাড়াও পাকিস্তানের চেয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পরিকাঠামো অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, "পাকিস্তানের বায়ুসেনা তৈরি ছিল তবে তা জ্যামিং করে এই অভিযান চালায় ভারতীয় সেনা। এতে প্রমাণ হয় ভারতীয় বায়ুসেনার কাছে যে প্রযুক্তি আছে তা পাকিস্তানের কাছে নেই। এবং আজকের অভিযানে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়।"