কলকাতা, 16 অক্টোবর : পুজোর সময় রাজ্যের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখেতে আসতে পারে কেন্দ্রীয় দল ৷ সেই প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন কেন্দ্রীয় দল বাংলায় আসতেই পারেন । তাতে রাজ্য সরকারের ভয়ের কিছু নেই ৷
ফিরহাদ হাকিম বলেন, রাজ্য সরকার যে পরিমাণ কাজ করছে তাতে আমাদের ভয়ের কিছু নেই । কেন্দ্রীয় দল এসে কী করবে ? কেন্দ্রীয় দলের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘‘ফাঁকা কলসি বাজে বেশি ।’’ অন্যদিকে হাইকোর্ট জনস্বার্থ মামলার রায় দিয়েছে রাজ্য সরকার যে 50 হাজার টাকা মাস্ক ও স্যানিটাইজেশনের জন্য ক্লাবগুলিকে দেবে তার হিসেব দিতে হবে । যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা ফিরহাদ হাকিম । তবে কোর্ট যা রায় দেবে রাজ্য সরকার তাই মানবে বলে জানিয়েছেন তিনি ।