কলকাতা, 24 নভেম্বর:বকেয়া ডিএ-র দাবিতে (Demand for Pending DA) গতকাল হাইকোর্ট চত্বরেই বিক্ষোভ করেছিলেন হাইকোর্টের কর্মচারীরা (Calcutta High Court)। বিক্ষোভ বন্ধ করতে গিয়ে হাইকোর্টের কর্মীদের গ্রেফতার করে পুলিশ (Employees Demand for DA)। তার বিরুদ্ধে বৃহস্পতিবার ফের তেতে উঠল কলকাতা হাইকোর্ট ।
প্রধান বিচারপতি ও রেজিস্ট্রার জেনারেলের কাছে এ দিন সকালেই কর্মী অফিসারদের তরফে অভিযোগ জানানো হয়, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে 17 জন কর্মীর গ্রেফতারিতে ক্ষুব্ধ হাইকোর্টের কর্মীরা । আজই তাঁদের কর্মীদের জামিনের ব্যবস্থা করার দাবি জানানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Chief Justice of HC)।
এ দিন সকাল থেকে কর্মীদের একটা বড় অংশ প্রতিবাদ স্বরূপ সই করেননি উপস্থিতির খাতায় । প্রধান বিচারপতির বক্তব্য শোনার পর একদিন সময় চেয়েছেন তাঁরা । যদি হাইকোর্ট কোনও পদক্ষেপ না করে, তবে আগামিকাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠনগুলি (Employee Unions appeal to HC Chief Justice)।
আরও পড়ুন:ডিএ-র দাবিতে আন্দোলনকারীরা কীভাবে পৌঁছলেন বিধানসভার গেটে, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
উল্লেখ্য, হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বারবার দেওয়ার নির্দেশ দিলেও, যাতে কর্মচারীদের মহার্ঘভাতা দিতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার । পাশাপাশি রাজ্যের বক্তব্য, তারা সামর্থ্য মতো মহার্ঘভাতা দিয়ে দিয়েছে । এখন নতুন করে মহার্ঘভাতা দিতে গেলে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে পারে । আপাতত এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ।