কলকাতা, 20 জানুয়ারি : এবারে তৃণমূলের নজরে মুর্শিদাবাদ জেলা । আগামীকাল তৃণমূল কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল শীর্ষ নেতৃত্ব । বিশেষ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার পর্যবক্ষেক ছিলেন শুভেন্দু অধিকারী । তাঁর কিছু অনুগামী ও পকেট এখনও মুর্শিদাবাদে রয়ে গেছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব । তাঁদের মতে সেটা 2021 এর বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে । এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদকে পাখির চোখ করে বসে রয়েছে আসাদউদ্দিন ওয়েসির দল মিম ও আব্বাস সিদ্দিকীর দল । সেখানে তাঁরা প্রার্থী দিলে বদলে যেতে পারে তৃণমূলের ভোট সমীকরণ । ফলে মুর্শিদাবাদ জেলা নিয়ে রাজ্যের শাসকদল বেশ চাপের মধ্যে রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । তবে, মুর্শিদাবাদে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল ৷ মুর্শিদাবাদ জেলাকে গোছাতে ফের তৎপর হল তৃণমূল ।