পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইরে থেকে গুন্ডা এনে ভোট করাচ্ছে তৃণমূল, অভিযোগ নকভির - kolkata election commission

এরাজ্যের নির্বাচন পরিস্থিতি নিয়ে দিল্লিতে রিপোর্ট দেবেন নকভি । তিনি বলেন, "বুথের কাছে মহিলাদের মারধর করা হচ্ছে । ভোটারদের আটকানো হচ্ছে । গাড়ি ভাঙচুর করা হচ্ছে । তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে এসব করছে । কমিশনের আধিকারিকদের সামনেই এসব হচ্ছে । অথচ তারা চুপ করে এসব দেখছে । এই সব দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের একটা লিস্ট আমরা বানিয়েছি । সেই লিস্ট দিল্লিতে জমা দেব ।"

মুক্তার আব্বাস নকভি

By

Published : May 13, 2019, 2:32 AM IST

কলকাতা, 13 মে : "বাইরে থেকে দুষ্কৃতীদের এনে ভোট করাচ্ছে তৃণমূল কংগ্রেস । স্থানীয় প্রশাসন সব দেখেশুনেও চুপ ।" অভিযোগ করলেন BJP নেতা মুক্তার আব্বাস নকভি । দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যে ভোটপ্রচারে এসেছেন নকভি। ষষ্ঠদফার ভোট পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ভোট পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেস ও কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন ।

নকভি বলেন, "তৃণমূল কংগ্রেস বহিরাগতদের দিয়ে ভোট করাচ্ছে । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি । কমিশনের উচিত পদক্ষেপ নেওয়া । ধর্মশালা, হোটেলগুলিতে আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা । তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । এই কাজের জন্যও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে ।"

প্রথম দফার ভোট থেকেই রাজ্য BJP নেতৃত্ব অভিযোগ করে আসছে, ঠিকমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না । স্থানীয় প্রশাসন বাহিনীকে সাহায্য করছে না । একই সুর শোনা যায় নকভির গলায়ও । তিনি বলেন, "100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না । বাহিনী থাকলেও তাদের ঠিক জায়গায় মোতায়েন করা হচ্ছে না । স্থানীয় প্রশাসন তাদের সাহায্য করছে না । ফলে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে । আমরা কমিশনের কাছে আবেদন করেছি, 100 শতাংশ বুথে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় । কারণ, কমিশনের তরফে পর্যাপ্ত বাহিনী এখানে পাঠানো হয়েছে ।"

ভারতী ঘোষের উপর হামলারও নিন্দা করেন নকভি । জানান, কমিশনকে ভারতী ঘোষের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আবেদন জানিয়েছি । তিনি বলেন, "ভারতী ঘোষের উপর হামলা হয়েছে । স্থানীয় প্রশাসন অন্যায়ভাবে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করেছে । যে আধিকারিকরা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি ।"

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে অশান্তির জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ি করেন নকভি । বলেন, "গোটা দেশে লোকসভা ভোট হচ্ছে । কোথাও সন্ত্রাসের বাতাবরণ নেই । অথচ এরাজ্য়ে একের পর এক হিংসার ঘটনা ঘটছে । এতে গণতন্ত্র কালিমালিপ্ত হচ্ছে । পশ্চিমবঙ্গের ভাবমূর্তি দেশের অন্য রাজ্যগুলির কাছে নষ্ট হচ্ছে । অবাধ ও শান্তিপূর্ণ ভোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস । কারণ, তারা জানে শান্তিপূর্ণভাবে ভোট হলে তারা আর ক্ষমতায় আসবে না । সেকারণে, বাইরে থেকে গুন্ডা এনে ভয়ের পরিবেশ তৈরি করছে ।"

এরাজ্যের নির্বাচন পরিস্থিতি নিয়ে দিল্লিতে রিপোর্ট দেবেন বলেও জানান নকভি । বলেন, "বুথের কাছে মহিলাদের মারধর করা হচ্ছে । ভোটারদের আটকানো হচ্ছে । গাড়ি ভাঙচুর করা হচ্ছে । তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে এসব করছে । কমিশনের আধিকারিকদের সামনেই এসব হচ্ছে । অথচ তারা চুপ করে এসব দেখছে । এই সব দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের একটা লিস্ট আমরা বানিয়েছি । সেই লিস্ট দিল্লিতে জমা দেব ।"

ABOUT THE AUTHOR

...view details