পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের ফতোয়া মানবে না রাজ্য, হুঁশিয়ারি ব্রাত্যর - Education Policy

Education Minister Bratya Basu: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও ফতোয়া মানবে না রাজ্য ৷ তাঁর এই মন্তব্য কি ইউজিসি-র তরফে এমফিল বাতিল করা নিয়ে ! এই বিষয়টি অবশ্য স্পষ্ট নয় ৷

Education Minister Bratya Basu
Education Minister Bratya Basu

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 7:39 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় ফতোয়া মানবে না পশ্চিমবঙ্গ সরকার ৷ বৃহস্পতিবার এই কথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর কথায়, রাজ্যে যে শিক্ষানীতি তৈরি করা হয়েছে, সেটা মেনেই চলবে বাংলার শিক্ষাব্যবস্থা ৷

সম্প্রতি মাস্টার অফ ফিলোজফি অর্থাৎ এমফিল ডিগ্রিকে অবৈধ বলে জানিয়েছিল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি । তা সত্ত্বেও অভিযোগ, দেশের বহু বিশ্ববিদ্যালয়ে সেই নির্দেশ মানা হয়নি । এই পরিস্থিতিতে ফের বিজ্ঞপ্তি জারি করা হয় ইউজিসি-র তরফে ৷ সেখানে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে 2023-24 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তার প্রেক্ষিতেই কি এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিক্ষামন্ত্রী ৷ ব্রাত্য বসু অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি ৷ এমফিল সংক্রান্ত ইউজিসি-র নির্দেশিকার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ৷ তবে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় ফতোয়া না মানার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের তরফে একটা ফতোয়া চাপিয়ে দেওয়া হয়েছে । তবে এই ফতোয়া আমরা মানব না । আমরা আমদের বিশেষজ্ঞদের দিয়ে তৈরি যে শিক্ষানীতি সেটাই মেনে চলব ৷’’

উল্লেখ্য, পিএইচডি ডিগ্রি জন্য এমফিল খুবই প্রয়োজন ছিল । কিন্তু সেটিকে অবৈধ বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার । কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কী হবে, তা নিয়ে প্রশ্ন ছিল । বহু পড়ুয়াই এই নিয়ে সমস্যায় পড়েছিলেন । কিন্তু সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই গেল ৷ যদিও শিক্ষামন্ত্রীর এ দিনের মন্তব্য অবশ্য ইঙ্গিত করছে যে এমফিল সংক্রান্ত ইউজিসির নিয়ম মানবে না পশ্চিমবঙ্গ সরকার ।

আর সেটা যদি হয়, তাহলে কি এই রাজ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে ? প্রশ্ন উঠছে, ইউজিসি-র জারি করা এই নির্দেশ যদি রাজ্য অমান্য করে, তাহলে সেক্ষেত্রে কোনও পদক্ষেপ করবে কি কেন্দ্রীয় সরকার ? পড়ুয়াদের কি উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে হতে পারে ? সেই প্রশ্নই আপাতত খুঁজছে শিক্ষামহল ৷

আরও পড়ুন:

  1. পাঠ্য বইয়ে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত', বিতর্ক শিক্ষামহলে
  2. অর্ডিন্যান্সই কার্যত আইন, প্রাক্তন উপাচার্যদের কথাতেই সায় খোদ শিক্ষামন্ত্রীর
  3. রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের 'অনুপ্রবেশকারী' বলে কটাক্ষ শিক্ষামন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details