কলকাতা, 16 ফেব্রুয়ারি:মনজিৎ সিং ওরফে জিটি ভাইকে দিল্লিতে তলবের পর এবার কয়লা পাচার কাণ্ডে ফের একজন প্রভাবশালী ব্যবসায়ীকে দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছে। জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম বিক্রম সিং শিখারিয়া। আগামীকাল অর্থাৎ শুক্রবার দিল্লির ইডির সদর দফতরে এই ব্যবসায়ীকে সকল প্রকার নথিপত্র সঙ্গে নিয়ে দেখা করতে বলা হয়েছে (ED Summoned an Owner of Construction Company)। এর পাশপাশি তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন এর সঙ্গে দক্ষিণ কলকাতায় একজন প্রভাবশালী কাউন্সিলরও রয়েছেন ৷ তবে তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
এছাড়াও 2004 সাল থেকে তাঁর ব্যবসা বাড়তে শুরু করেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই নথিপত্রের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক অ্য়াকাউন্ট সংক্রান্ত নথিপত্রও আনতে বলা হয়েছে । একইসঙ্গে আয়কর সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে আগামিকাল ইডির সদর দফথরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই বিক্রম সিং শিখারিয়া গজরাজ সংস্থার অন্যতম কর্ণধার বলে জানা গিয়েছে (Owner of Construction Company)। বালিগঞ্জে তাঁর সংস্থার দফতরে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে মোট 1 কোটি 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।