পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডসের 8 সম্পত্তি বাজেয়াপ্ত করে মিলেছে 7.5 কোটি, হাইকোর্টে জানাল ইডি

ED report on Avishek Banerjee's Leaps and Bounds: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তার থেকে মিলেছে 7.5 কোটি টাকা ৷ কলকাতা হাইকোর্টে আজ এ কথা জানাল ইডি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 5:15 PM IST

Updated : Jan 2, 2024, 5:27 PM IST

কলকাতা, 2 জানুয়ারি:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যেখানে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করছে ইডি । মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডির আইনজীবী রিপোর্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন । লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় এ দিন সিবিআই ও ইডি আলাদা আলাদা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে । বিচারপতি রিপোর্ট খতিয়ে দেখার পর আগামিকাল এই মামলার ফের শুনানি করবেন । তবে ইডির জয়েন্ট ডিরেক্টর ও ইএসআই হাসপাতালের একজন বরিষ্ঠ মেডিক্যাল অফিসারকে আগামিকাল আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

এ দিন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই বিষয়ে আদালতে সংক্ষিপ্ত আকারে জানান তিনি ৷ তিনি বলেন, "নিয়োগের সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে সিবিআই প্রাথমিক তদন্তে মনে করছে । এস বসু রায় ও কোম্পানি 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি ছিল । তারপর হঠাৎ করে তারা ওএমআর শিট তৈরির দায়িত্ব পেয়ে যায় ! এতেই বিস্মিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । 2012 সালে অন্যান্য অনেক সংস্থাকে ওএমআর শিট তৈরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়নি । 2014 সালে তো আর টেন্ডারই ডাকা হয়নি । প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রার্থীদের নাম নথিভুক্ত করতে একটা পোর্টাল খুলেছিল, যা সম্পূর্ণ বেআইনি । কোনও আইনি পদ্ধতি না মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় । নিয়োগের পরে ওএমআর শিট নষ্ট করা হল কার বা কাদের কথায়, তাও সম্পূর্ণ অজানা ।"

আরটিআই-এর উত্তর দেওয়ার জন্য এসবসু রায় ও কোম্পানি বোর্ডের সঙ্গে আলোচনা করে ওএমআর শিটের স্ক্যান কপি বের করে দেখাত বলে দাবি করেন আইনজীবী । তিনি আরও বলেন, অয়ন শীল এখন জেলে রয়েছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলেও তার সবটা এজলাসে বলা যাবে না বলে জানান সিবিআইয়ের আইনজীবী । পুরো বিষয়টি রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি । সিবিআইয়ের আইনজীবী বলেন, "যে ওএমআর বানিয়েছে, সে-ই নম্বর দিয়েছে, সে-ই সব করেছে । যেন পুরো বিষয়টাই একটা বাচ্চার খেলার মতো । যা খুশি করা হয়েছে ।"

অন্যদিকে, ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের মোট আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । যেখানে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করা হচ্ছে । ইডি অনুমান করছে, সেখান থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক কিছু বেরিয়ে আসবে ।

আরও পড়ুন:

  1. শিক্ষক নিয়োগ দুর্নীতি, বৃহস্পতিতে অভিষেককে ডাকল ইডি
  2. লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাবের রিপোর্ট আদালতে জমা দিল ইডি
  3. নির্ধারিত সময় শেষের আগেই ইডি দফতরে নথি পাঠালেন অভিষেক
Last Updated : Jan 2, 2024, 5:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details