পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি - উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি

ED Recovers more property document of Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর থেকে তাঁর আরও অতিরিক্তি সম্পত্তির হদিশ পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়ান্দারা ৷ মঙ্গলবারের তল্লাশি অভিযানে উদ্ধার হওয়ার সম্পত্তির নথির বেশিরভাগই বেনামে বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 11:21 AM IST

Updated : Dec 20, 2023, 11:37 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর: অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে উদ্ধার হল 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বা এফডি সংক্রান্ত একাধিক নথি ৷ আর এই নথিগুলির অধিকাংশ বেনামে রয়েছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার এই সদস্যের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের উদ্দেশ্যে সল্টলেকের অরণ্য ভবনে তল্লাশি অভিযান চালায় ইডি ৷

সেই অভিযানেই জ্যোতিপ্রিয়র ঘর থেকে এই নথিগুলি উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা ৷ অরণ্য ভবনে আরও বেশ কয়েকটি ঘরে তল্লাশি চালিয়েছে ইডি ৷ সেখান থেকেও গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর ৷ তবে, রাজ্যের বনমন্ত্রীর কেবিন থেকে 600-র বেশি ব্ল্যাংক বা খালি স্টাম্প পেপার পাওয়া গিয়েছে ৷ এই তথ্য তদন্তকারীদের বেশি করে ভাবাচ্ছে ৷

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভরতি ৷ ইডি হেফাজতে আসার পরেই অসুস্থ বনমন্ত্রী হাসপাতালে চলে যান ৷ যার জেরে রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া থমকে রয়েছে ৷ যদিও, ইতিমধ্যে এই মামলায় প্রাথমিক চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তবে, জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে মামলা মজবুত করতে ইডি গতকাল সল্টলেকের অরণ্য ভবনে অভিযান চালায় ৷

ইডি সূত্রে খবর, সেখানে মন্ত্রীর কেবিনে তল্লাশি চালিয়ে বেশ কিছু বেনামি নথি পাওয়া গিয়েছে ৷ সেগুলি বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কাগজ ৷ যার মোট অংকের পরিমাণ কমবেশি 10 কোটি টাকা ৷ এর বাইরে আরও বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা ৷ সূত্রের খবর, আদালতে প্রাথমিক চার্জশিটে জ্যোতিপ্রিয়র যে সম্পত্তির উল্লেখ করা হয়েছে, সেগুলির সঙ্গে অরণ্য ভবন থেকে পাওয়া নথির মিল নেই ৷ তদন্তকারীরা মনে করছেন, খাদ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় নামে ও বেনামে এমন বহু সম্পত্তি তৈরি করেছেন ৷ আর সেগুলি খুঁজে বের করাই এখন ইডির প্রধান লক্ষ্য ৷

তবে, সম্পত্তির বাইরে আরও একটা বিষয় তদন্তকারী সংস্থাকে ভাবাচ্ছে ৷ আর তা হল, জ্যোতিপ্রিয়র কেবিন থেকে উদ্ধার হওয়া 600-র বেশি খালি বা ব্ল্যাংক স্টাম্প পেপার ৷ কেন এত খালি স্টাম্প পেপার মজুত করে রেখেছিলেন তিনি ? এর পিছনেও কি কোনও অসৎ উদ্দেশ্য ছিল ? এসবের উত্তর পেতে হলে একটাই রাস্তা ৷ জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা ৷ কিন্তু, হাসপাতালে ভরতি থাকায় তা করতে পারছে না ইডি ৷ উল্লেখ্য, পৌরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি-র হাতে রেশন দুর্নীতির প্রমাণ আসে ৷ সেই মতো তদন্তে নেমে বাকিবুর রহমান হয়ে, প্রাক্তন খাদ্য তথা বর্তমান বনমন্ত্রী পর্যন্ত পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

আরও পড়ুন:

  1. খাদ্য দুর্নীতি মামলার তদন্তে বন দফতরে ইডি! জ্যোতিপ্রিয় মল্লিকের ন‘তলার ঘরে চলল তল্লাশি
  2. এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি খুলে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
  3. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
Last Updated : Dec 20, 2023, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details