পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়খণ্ডে গেমিং অ্যাপ দুর্নীতিতে রাজ্যে ইডি-অভিযান, উদ্ধার নগদ 1 কোটি 85 লক্ষ; আটক এক

Gaming App Scam: গেমিং অ্যাপ দুর্নীতির তদন্তে বঙ্গবাসীর যোগ পেয়েছে ইডি ৷ তার তল্লাশিতেই বিধাননগর কমিশনারেট এলাকার কেষ্টপুরের বাড়ি থেকে মিলল এক কোটিরও বেশি নগদ টাকা ৷

ETV Bharat
অনলাইন গেমিং অ্যাপের তল্লাশি অভিযানে বিপুল টাকা উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 8:28 PM IST

বিধাননগর কমিশনারেট এলাকার কেষ্টপুরের একটি বাড়ি থেকে কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি

কলকাতা, 28 ডিসেম্বর: গেমিং অ্যাপ সংক্রান্ত একটি অভিযোগে তদন্ত নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার সেই সূত্রে কলকাতার কেষ্টপুর থেকে নগদ 1 কোটি 85 লক্ষ টাকা উদ্ধার করলেন আধিকারিকরা ৷ ঝাড়খণ্ডের অনলাইন গেমিং অ্যাপের ঘটনায় বিধাননগর কমিশনারেটের আওতাধীন কেষ্টপুরে একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ৷ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে তল্লাশি অভিযান ৷ তারপরই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নগদ টাকা ৷ সঙ্গে বেশকিছু নথিও পেয়েছেন আধিকারিকরা ৷ এই ঘটনায় রবীন যাদব নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে ৷ সে কেষ্টপুরের ওই বাড়িতে ভাড়া থাকত বলে জানা গিয়েছে ৷ তাকে আটক করা হয়েছে ৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

সূত্রের খবর, মাসখানেক আগে ঝাড়খণ্ডে অনলাইন গেমিং অ্যাপের একটি অভিযোগ জমা পড়েছিল ৷ সেই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা এই রাজ্যে যোগ পান ৷ কেষ্টপুরের এক বাসিন্দা এই গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এরপর সেই ব্যক্তির ফ্ল্যাটে হানা দেয় ইডির তদন্তকারীরা ৷ দীর্ঘক্ষণ ধরে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেন ৷

পাশাপাশি তার একাধিক আলমারি এবং লকার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা ৷ টাকা গোনার জন্য আনা হয় টাকা গোনার মেশিন ৷ এরপর তদন্তকারীরা ব্যাংক কর্মীদের সাহায্যে টাকা গোনেন ৷ সেই টাকার পরিমাণ দাঁড়ায় 1 কোটি 85 লক্ষে ৷ এরপরেই রবীন নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ৷

জানা যায়, তার ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক এটিএম কার্ড, ল্যাপটপ মোবাইল ফোন, সিম কার্ড ৷ কয়েক মাস আগে কলকাতার মেটিয়াবুরুজে অনলাইন গেমিং প্রতারণার ঘটনার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একটি বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেন আধিকারিকরা ৷ মূলত অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কালো টাকা সাদা টাকায় পরিণত করা হত অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারীদের ৷

আরও পড়ুন:

  1. আর্থিক তছরুপের মামলার চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধির নাম উল্লেখ ইডি'র
  2. নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় 10 জায়গায় ইডি'র হানা
  3. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details