কলকাতা, 28 ডিসেম্বর: গেমিং অ্যাপ সংক্রান্ত একটি অভিযোগে তদন্ত নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার সেই সূত্রে কলকাতার কেষ্টপুর থেকে নগদ 1 কোটি 85 লক্ষ টাকা উদ্ধার করলেন আধিকারিকরা ৷ ঝাড়খণ্ডের অনলাইন গেমিং অ্যাপের ঘটনায় বিধাননগর কমিশনারেটের আওতাধীন কেষ্টপুরে একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ৷ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে তল্লাশি অভিযান ৷ তারপরই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নগদ টাকা ৷ সঙ্গে বেশকিছু নথিও পেয়েছেন আধিকারিকরা ৷ এই ঘটনায় রবীন যাদব নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে ৷ সে কেষ্টপুরের ওই বাড়িতে ভাড়া থাকত বলে জানা গিয়েছে ৷ তাকে আটক করা হয়েছে ৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
সূত্রের খবর, মাসখানেক আগে ঝাড়খণ্ডে অনলাইন গেমিং অ্যাপের একটি অভিযোগ জমা পড়েছিল ৷ সেই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা এই রাজ্যে যোগ পান ৷ কেষ্টপুরের এক বাসিন্দা এই গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এরপর সেই ব্যক্তির ফ্ল্যাটে হানা দেয় ইডির তদন্তকারীরা ৷ দীর্ঘক্ষণ ধরে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেন ৷