পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment Scam: আগামী 10 দিনেই প্রথম চার্জশিট ইডির ? মানিকের নাম থাকা নিয়ে জল্পনা - মানিক ভট্টাচার্য

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) কাণ্ডে আগামী 10 দিনের মধ্যেই চার্জশিট (Charge Sheet) পেশ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ সূত্রের দাবি, সেই চার্জশিটে নাম থাকবে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) !

ED likely to submit first Charge Sheet in Teacher Recruitment Scam within 10 days which may include Manik Bhattacharya name
Teacher Recruitment Scam: আগামী 10 দিনেই প্রথম চার্জশিট ইডির ? মানিকের নাম থাকা নিয়ে জল্পনা

By

Published : Dec 4, 2022, 2:23 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর:শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) কাণ্ডে সমস্যা কি আরও বাড়বে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ? এমনই আশংকা করছে সংশ্লিষ্ট মহল ৷ কেন এমনটা ভাবা হচ্ছে ? কারণ সূত্রের দাবি, আগামী 10 দিনের মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাদের প্রথম চার্জশিট (Charge Sheet) পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ আর সেই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় থাকবে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নাম !

গত 10 অক্টোবর মানিককে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ ইডি চাইছে, সেই গ্রেফতারির 40 দিনের মধ্যেই চার্জশিট জমা করে দিতে ৷ আর সেই কারণেই মনে করা হচ্ছে, আগামী 10 দিনের মধ্যে মানিক ভট্টাচার্যের নাম-সহ তাদের প্রথম চার্জশিট পেশ করবে ইডি ৷ সবকিছু ঠিক থাকলে আগামী 10 দিনের মধ্যে কলকাতার বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে ৷ উল্লেখ্য, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ সামনে এসেছে ৷ তারই প্রেক্ষিতে আর্থিক তছরুপ প্রতিরোধ সংক্রান্ত আইন (Prevention of Money Laundering Act) বা পিএমএলএ (PMLA)-এর আওতায় এই মামলার তদন্ত করছে ইডি ৷

আরও পড়ুন:চতুর্থবার হাজিরায় এসে বিস্ফোরক মানিক-'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলের

তবে, এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ইডি আধিকারিকরা ৷ কিন্তু, সূত্র মারফত জানা যাচ্ছে, মানিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন তাঁরা ৷ ওই সূত্রেরই দাবি, বিভিন্ন রাজ্যের বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের তরফ থেকে মানিক ও তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়েছে ৷

মানিকের বিরুদ্ধে ঘুটি সাজাতে তাপস মণ্ডলের (Tapas Mondal) বয়ান ইডির বড় হাতিয়ার বলে মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, ইতিমধ্য়েই তাপসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ মানিকের কাছে যে নিয়মিত টাকা পাঠানো হত, তা সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনেও স্বীকার করেছেন তিনি ৷ উল্লেখ্য, 'মানিক ঘনিষ্ঠ' তাপস মণ্ডল 'অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্য়াসোসিয়েশন' (All Bengal Teachers Training Achievers Association) বা এবিটিটিএএ (ABTTAA) নামে একটি সংগঠনের সভাপতি ৷ রাজ্য়ের বিভিন্ন বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে যাঁরা চাকরি করেন, তাঁদের নিয়েই এই সংগঠন গঠিত হয়েছে ৷ তাপস এই মামলার অন্যতম প্রধান সাক্ষী ৷ এছাড়াও, রাজ্য়ের একাধিক বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের প্রতিনিধিদের বয়ানও ইডি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অতিরিক্ত প্রমাণ হিসাবে পেশ করতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details