কলকাতা, 25 মার্চ: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অয়ন শীলের ব্যাংক লকারের হদিশ পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED has Traces Bank Locker of Ayan Sil ) আধিকারিকরা ৷ জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি ছাড়াও ব্যাংক লকারেও রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি ৷ এই ব্যাংক লকারে অয়নের স্ত্রী কাকলি শীল এবং তাঁর ছেলে অভিষেক শীলের নামে বিশাল পরিমাণ সম্পত্তি রয়েছে বলে দাবি ইডি তদন্তকারী আধিকারিকদের ৷
নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচিত অয়ন শীলকে সম্প্রতি গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এরপরই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসে ৷ জানা গিয়েছে হুগলি জেলায় অয়ন শীলের ছেলে অভিষেকের নামে একটি পেট্রল পাম্প রয়েছে ৷ তদন্তকারীদের অনুমান এখনও পর্যন্ত যে তথ্য ও সম্পত্তি সামনে এসেছে, তার বাইরে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে অয়ন শীল সম্পর্কে ৷ ফলে তাঁকে লাগাতার জেরা করছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যে, পৌরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে অয়নের বিরুদ্ধে ৷
অয়ন শীলের স্ত্রী কাকলি এবং তাঁর ছেলে অভিষেকের সঙ্গে ফোনেও কথা বলেছেন তদন্তকারীরা ৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সরকারিভাবে নোটিশ দিয়ে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়নি ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, খুব দ্রুত অয়নের স্ত্রী এবং তাঁর ছেলেকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে ৷ সেই জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে অনুমান তদন্তকারীদের ৷