কলকাতা, 21 মার্চ:রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ জানা গিয়েছে, ইডি'র এবারের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল থেকে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষেরও ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তলকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল (Bengal recruitment scam) ৷
ইডি'র হাতে ধৃত কুন্তল ঘোষ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ৷ এদিন মোট 104 পাতার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি ৷ এই চার্জশিটে 18 জন সাক্ষীর কথাও উল্লেখ করা হয়েছে ৷ জানা গিয়েছে, কুন্তল ঘোষের কাছ থেকে হিসেব বহির্ভূত 1 কোটি টাকা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে ৷ রয়েছে আরও 1 কোটির সম্পত্তির হিসেবেও (ED files supplementary charge sheet)৷
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তল ঘোষের যোগাযোগের কথাও এই চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ এছাড়াও এই নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে কুন্তল ঘোষের যোগাযোগের কথাও এই চার্জশিটে বলা হয়েছে ৷